এমএনএ চলচ্চিত্র ডেস্ক : ফোকলোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বেদে’ প্রামাণ্য গতিচিত্রটি নির্বাচিত হয়েছে। গতকাল(২ জানুয়ারী) উৎসব কর্তৃপক্ষ খবরটি এক মেইল বার্তায় নিশ্চিত করেছে। করোনা মহামারীর মধ্যেও কেরালার ত্রিশুরে বসছে তিন দিনব্যাপী ফোকলোর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৮ জানুয়ারি থেকে অনুষ্ঠিতব্য এই উৎসবটির পর্দা নামবে ১০ জানুয়ারি।
করোনার কারণে পৃথিবীর প্রায় সব দেশের চলচ্চিত্র উৎসবগুলো যেখানে ভার্চুয়ালি আয়োজন করছে, সেখানে এই উৎসবটি ভার্চুয়ালি আয়োজনের পাশাপাশি নির্মাতা-দর্শকদেরও উৎসবস্থলে আমন্ত্রণ জানিয়েছে।
ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় ‘বেদে’ চলচ্চিত্রটির প্রযোজনা অধিকর্তা ফরিদুর রেজা সাগর।