Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / ফ্রান্সের রেল নেটওয়ার্কে অলিম্পিক আসরের উদ্বোধনের দিনে ভয়াবহ হামলা
ফ্রান্সে

ফ্রান্সের রেল নেটওয়ার্কে অলিম্পিক আসরের উদ্বোধনের দিনে ভয়াবহ হামলা

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সে অলিম্পিক আসরের উদ্বোধনের দিনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে দেশটির রেল নেটওয়ার্কে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উচ্চগতির ট্রেন ও রেল লাইনগুলোর। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে একাধিক জায়গায় উচ্চ-গতির ট্রেন লাইনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ধ্বংসের চেষ্টা হয়েছে ট্রেন চলাচল ব্যবস্থা। এতে তিনটি অঞ্চলের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ এসব কথা জানিয়েছে।

এসএনসিএফ বিবৃতিতে জানায়, রাতের বেলায় একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। টিজিভি নেটওয়ার্ককে অচল করে দিতে বড় ধরনের এই হামলা চালানো হয়েছে।

এদিকে হামলার পর অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা কর্তৃপক্ষের।

এসএনসিএফ বিবৃতিতে আরও জানিয়েছে, হামলায় বিভিন্ন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ট্রেনগুলোকে অন্য পথে ঘুরিয়ে দেয়া হচ্ছে। তবে এগুলোর মধ্যে বেশির ভাগেরই চলাচল আপাতত বন্ধ রাখতে হবে। তবে দক্ষিণ পূর্বাঞ্চলে এ ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া গেছে। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে। যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে এসএনসিএফ। তাদের রেল স্টেশনে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এসএনসিফের এক কর্মকর্তা বলেন, বিভিন্ন স্থানে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, অনেক জায়গায় ট্রেনে আগুন দেওয়া হয়েছে। এক কথায়, ফ্রান্সের পুরো রেল নেটওয়ার্ক লণ্ডভণ্ড করে ফেলেছে হামলাকারীরা।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী প্যাত্রিশ ভারগারিত সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এই হামলার নিন্দা জানিয়েছেন। যত দ্রুত সম্ভব যোগাযোগব্যবস্থা চালুর চেষ্টার জন্য ভারগারিত এসএনসিএফকে ধন্যবাদ জানিয়েছেন।

তবে কারা কোন উদ্দেশ্যে এ ধরনের হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

x

Check Also

মার্কিন পররাষ্ট্র

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: মার্কিন পররাষ্ট্র দপ্তর

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ...