Don't Miss
Home / রাজনীতি / বিরোধী দল / বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আগামীকাল

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আগামীকাল

এমএনএ রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বৃহস্পতিবার রাতে দলের নতুন স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। আগামী শনিবার রাতে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

আজ বুধবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, দুটি বৈঠকই বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে হবে।

সম্মেলনের সাড়ে চার মাস পর গত ৬ আগস্ট ‘ঢাউস’ আকারের ‘পূর্ণাঙ্গ’ কমিটি ঘোষণা করে বিএনপি। বিএনপি তাদের কমিটিকে ‘পূর্ণাঙ্গ’ বললেও দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি অপূর্ণাঙ্গ রয়ে গেছে। ১৯ সদস্যের এই কমিটির ১৭ জনের নাম BNPপ্রকাশ করা হয়েছে। দুটি পদ এখনো খালি।

স্থায়ী কমিটিতে পদ না পেয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অনেকেই হতাশ। হতাশা প্রকাশে কেউ কেউ রাখ-ঢাক করেননি। এর পাশাপাশি দলটির জাতীয় নির্বাহী কমিটিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন এবং যথাযথ মূল্যায়ন হয়নি—অভিযোগ করে অনেক নেতাই ক্ষুব্ধ। এর মধ্যে কালই প্রথম দলের নতুন স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে।

স্থায়ী কমিটির বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছেন নেতাকর্মীরা। বিশেষ করে দলের নতুন কমিটি ঘোষণার পর এ নিয়ে নানা সমালোচনা ওঠে। যোগ্য অনেক নেতা কমিটি থেকে বাদ পড়েন বলে অভিযোগ রয়েছে। অনেকের মাঝে দেখা দেয় ক্ষোভ ও হতাশা।

কমিটি রদবদল এবং যোগ্য ও ত্যাগীদের নতুন কমিটিতে জায়গা দেয়ার বিষয়টি বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে। একই সঙ্গে উগ্র ও সন্ত্রাসবাদ ইস্যুতে জাতীয় বা বৃহত্তর ঐক্যের বিষয়ে পরবর্তী করণীয়ও নিয়েও নেতাদের পরামর্শ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব ও জঙ্গিবাদ ইস্যুতে কি কর্মসূচি দেয়া যায় তা নিয়ে আলোচনা হতে পারে স্থায়ী কমিটির বৈঠকে।

অন্যদিকে ২০-দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি আলোচিত হতে পারে।

ট্যাগসমূহ : বিএনপির, স্থায়ী কমিটি, খালেদা জিয়া, বৈঠক
x

Check Also

জনগণের টাকায় কেনা চাল যাচ্ছে ক্ষমতাসীনদের বাড়িতে : রিজভী

এমএনএ রিপোর্ট : জনগণের টাকায় কেনা চাল ক্ষমতাসীন দলের নেতারা আত্মসাত করছেন বলে অভিযোগ করেছেন ...