Don't Miss
Home / হোম স্লাইডার / বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানালো বিএনপি
প্রধান উপদেষ্টা

বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানালো বিএনপি

এমএনএ রাজনীতি ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনেরও দাবি জানানো হয়েছে। শনিবার (২৪ মে) রাতে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান সাংবাদিকদের এই তথ্য জানান।

শনিবার রাত পৌনে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় এবং প্রায় ৫০ মিনিট ধরে চলে। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ ভাবনা’ ঘিরে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠক করার সিদ্ধান্ত নেন।

বিএনপির পক্ষ থেকে বৈঠকের বিস্তারিত জানানো হলেও, সরকারের তরফে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ব্রিফিং করার কথা রয়েছে।

x

Check Also

অন্তর্বর্তী সরকার

একের পর এক বিক্ষোভে অন্তর্বর্তী সরকারের চাপ বাড়ছে: রয়টার্স

এমএনএ ফিচার ডেস্কঃ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের মতো রাজপথে ...