Don't Miss
Home / দিবস / বৈশ্বিক দিবস / বিশ্ব সংগীত দিবস আজ

বিশ্ব সংগীত দিবস আজ

এমএনএ ডেস্ক রিপোর্ট : আজ ২১ জুন, বিশ্ব সংগীত দিবস। বাংলাদেশসহ বিশ্বের ১১০টি দেশে এ দিবসটি পালন করা হয়। দিবসটির উদ্ভব হয় ফ্রান্সে। বহু বছর ধরে চলে আসা দেশটির ঐতিহ্যবাহী এ মিউজিক উৎসব ১৯৮২ সালে এসে ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’তে রূপ নেয়। আর বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় এ দিনটি পালন করা হয়।

‘গান হতে হবে মুক্ত; সংশয়হীন’- এই স্লোগানকে সামনে রেখেই বিশ্বের ১১০টি দেশ যোগ দেয় এই আন্দোলনে। ১৯ বছরের পথপরিক্রমায় আন্তর্জাতিক মাত্রা পায় এটি। আর বিশ্বের বিভিন্ন দেশে, স্থানীয়ভাবে অথবা ফরাসি দূতাবাসের সহায়তায় জুনের ২১ তারিখে পালন করা হয় ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’।

১৯৮২ সালে ফরাসি মন্ত্রী জ্যাক ল্যাং সর্বপ্রথম বিশ্ব সংগীত দিবস পালনের প্রস্তাব করেন। ১৯৮৫ সালের ২১ জুন প্রথম গোটা ইউরোপ এবং পরে সারা বিশ্ব এই সংগীত দিবস পালন করে। এরপর থেকে দিনটি বিশ্ব সংগীত দিবস হিসেবে পালন করা হয়। আর প্রথম থেকেই আলিয়ঁস ফ্রঁসেজ দিবসটি পালন করে আসছে।

গীত, বাদ্য ও নৃত্য এই তিনটি ক্ষেত্রের সমন্বয়ে যা সৃষ্টি হয় তাই সংগীত। সংগীতের ভাষা শাশ্বত। সংগীত কখনো দুঃখ, কখনো সুখ, কখনো ভালোবাসা, সময় বিশেষে কখনো বিপ্লবের কথা ও বলে যায়।

প্রতিবছর এই দিনে সারাবিশ্বে সংগীত দিবস পালন করা হয়। ১৯৭৬ সালে ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সংগীত দিবসের প্রস্তাব করেন। পরে ১৯৮২ সালে বিশিষ্ট নৃত্য ও সংগীত পরিচালক মরিস ফ্লরেট এবং ফরাসি সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাং সংগীত দিবস পালনের উদ্যোগ গ্রহণ করেন। ১৯৮৫ সাল থেকে ইউরোপ এবং পরে সারাবিশ্বে দিবসটি পালন করা হয়।

বাংলাদেশসহ বিশ্বের আরো ১১০টি দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হবে দিবসটি। এ উপলক্ষে দেশ-বিদেশে রয়েছে নানা আয়োজন।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এ দিবসটিকে গুরুত্বের সঙ্গে পালন করা হয়। শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে রমজানের কারণে অন্য বছরের তুলনায় এবারের আয়োজন বেশ স্বল্প পরিসরে।

প্রসঙ্গত, সংগীতের সার্বজনীন রূপকে আন্তর্জাতিকভাবে বরণ করতেই ২১ জুন পালন করা হয় বিশ্ব সংগীত দিবস।

x

Check Also

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০ তম জন্মবার্ষিকী

এমএনএ রিপোর্ট : আজ ঐতিহাসিক ১৭ ই মার্চ , আজকের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ ...