এমএনএ জাতীয় ডেস্ক : রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুলিশের নবীন অফিসারদের প্রতি প্রধানমন্ত্রী জনগনের সেবায় নিজেদের আত্মনিয়োগ করার আহবান জানান।
১৯৭৫ সালে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহে বঙ্গবন্ধুর ভাষণ থেকে উদ্ধৃতি তুলে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু পুলিশ সদস্য উদ্দেশ্যে বলেছিলেন- তোমরা স্বাধীন দেশের পুলিশ। জনগনের বন্ধু তোমরা। জনগনের জন্য কাজ করবে। জনগনের পাশে থেকে জনগনের সেবা করাই তোমাদের একমাত্র দায়িত্ব।
প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি পুলিশ অফিসারদের পদক বিতরণ করেন