Don't Miss
Home / হোম স্লাইডার / ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার
পিস্তলসহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

এমএনএ আঞ্চলিক ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পিস্তলসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেদারখোলা গ্রামের মেঘনা নদীর পাড় থেকে পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ঐ যুবক পার্শ্ববর্তী রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা গ্রামে অপরিচিত এক যুবকের অস্বাভাবিক ঘুরাফেরা করার সময় সন্দেহজনক মনে হলে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে এবং তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করে।
পরে বিষয়টি নবীনগর থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ শুক্রবার সন্ধ্যায় কেদারখোলা গ্রামের নদীর পাড় থেকে পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ওই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে নবীনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আজ শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

– মনির হোসেন শাহীন, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

x

Check Also

প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

২০২৫ সালের শেষে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

এমএনএ জাতীয় ডেস্কঃ ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন ...