Don't Miss
Home / হোম স্লাইডার / বড় পর্দায় দীঘির অভিষেক
দীঘির

বড় পর্দায় দীঘির অভিষেক

এমএনএ বিনোদন ডেস্ক: অনেকদিন থেকে শোনা যাচ্ছিল দীঘির বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে।‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হবে এক সময়ের জনপ্রিয় শিশু শিল্পী দীঘির। এতে তার বিপরীতে অভিনয় করবেন নবাগত শান্ত খান। কিন্তু করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ হয়েছিল এ সিনেমাটির শুটিং। এবার আতঙ্ক মুক্ত হয়ে শনিবার থেকে শুটিং শুরু করবেন দীঘি।
শুটিং ইউনিট সূত্র জানায়, সিনেমার কাস্টিং ডিরেক্টর শামীম আহমেদ রনি ঠান্ডা-জ্বরে আক্রান্ত হন। এতে বুধবার ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’সিনেমার শুটিং বন্ধ করা হয়। শুক্রবার রনির করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। তাই শনিবার থেকে আবারো শুটিং শুরু হচ্ছে।

সিনেমার শুটিং শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা সেলিম খান। তিনি জানান, সিনেমার একটি ইউনিটে শতাধিক লোক কাজ করেন। তাদের মধ্যে কারো করোনা হলে সবাই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ফলে সতর্কতার অংশ হিসেবে শুটিং বন্ধ করেছিলাম। এখন সিনেমার কাস্টিং ডিরেক্টর শামীম আহমেদ রনির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তাই আবারো শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি পিংকি খান-এর প্রযোজনায় স্টোরি স্পেলস প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে।

চলচিত্র অভিনয় শিল্পী সুব্রত বড়ুয়া ও দোয়েলের কন্যা দীঘি।

x

Check Also

২৪ ঘন্টায় করোনায় আরো ২৩ জনের মৃত্যু

এমএনএ সংবাদ ডেস্ক :  মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। ...

Scroll Up
%d bloggers like this: