Don't Miss
Home / হোম স্লাইডার / ভবিষ্যতের জন্য নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন তানিশা
তানিশা

ভবিষ্যতের জন্য নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন তানিশা

এমএনএ বিনোদন ডেস্কঃ ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছেন কাজলের বোন বলিউড অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায়। এখন তার বয়স ৪৩ বছর। কিন্তু এই মুহূর্তে আর সন্তান ধারণ করতে চান না তিনি। প্রয়োজন হলে সন্তান দত্তক নেবেন বলে জানান এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনি বিষ্ফোরক তথ‍্য দেন তানিশা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ঠিক ১০ বছর আগে ৩৩ বছর বয়সে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চেয়েছিলেন তানিশা। কিন্তু চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন, এই বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করার প্রয়োজন নেই। তখনও প্রাকৃতিক উপায়ে সন্তান ধারণ করার সম্ভাবনা থাকে। যে বয়সে গিয়ে তানিশার মনে হবে যে তিনি সন্তান চান কিন্তু প্রাকৃতিক উপায়ে আর সম্ভব নয়, সেই সময়ে তিনি সংরক্ষণের পথে হাঁটতে পারেন। চিকিৎসকের কথা মতো ৩৯ বছর বয়সে তিনি ডিম্বাণু সংরক্ষণ করেন।

নারীদের উদ্দেশে তিনি বলেন, নারী মানেই যে সন্তান ধারণ করতে হবে- এই ধারণা সঠিক নয়। এমনকি বিয়ে করতে না চাইলে, করবেন না। পাশে এক জন পুরুষকে নিয়ে নিজের জীবনের সংজ্ঞা তৈরি করতেই হবে, এর মানে নেই।

অভিনেত্রীর কথায়, তার মা, তনুজা এই সমস্ত বিষয়ে বরাবরই উদারমনস্ক। তার ভাবনাচিন্তা যুগের থেকে অনেকটাই এগিয়ে।

x

Check Also

আর্থিক প্রতিষ্ঠান

আর্থিক প্রতিষ্ঠানে ঋণ পুনঃতপশিল তিনবারের বেশি নয়

এমএনএ অর্থনীতি ডেস্ক : ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এখন থেকে তিনবারের বেশি কোনো ঋণ পুনঃ ...

Scroll Up