এমএনএ জাতীয় ডেস্কঃ মানুষের প্রয়োজন মেটানোর লক্ষ্যেই আমরা এবারের বাজেট করেছি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এবারের বাজেটে মানুষের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে। খুব সংরক্ষিতভাবে আমরা এগোতে চাই। যাতে আমাদের দেশের মানুষের কষ্ট না হয়। মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই।
শুক্রবার (৭ জুন) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, বিএনপির আমলে মাত্র ৬২ হাজার কোটি টাকার বাজেট ছিল, এবার বাজেট দেওয়া হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার।
আওয়ামী লীগ সভাপতি বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দেশের মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সরকারপ্রধান জানান, রিজার্ভ কত সেটার দিকে না তাকিয়ে মানুষের প্রয়োজন পূরণে জোর দিচ্ছে সরকার। বৈশ্বিক অর্থনীতির সংকটের ধাক্কা বাংলাদেশের অর্থনীতিতেও লাগছে।
এ সময় ছয় দফা আন্দোলনের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, অনেক নামি-দামি নেতা তখন থাকলেও পূর্ব বাংলার মানুষের বঞ্চনার কথা প্রথম তুলে ধরেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব বাংলার টাকা দিয়ে চলত পশ্চিম পাকিস্তান। তারপরও শোষণ-বঞ্চনার শিকার হয়েছে বাঙালিরা।