Don't Miss
Home / জাতীয় / মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বৈঠক
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের বৈঠক

এমএনএ জাতীয় ডেস্কঃ  বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো এগিয়ে নিতে ভবিষ্যতে একসাথে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠক শেষে তিনি এমনটা জানান।

পিটার হাস বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, নতুন পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজ দেখা করার সু‌যোগ হ‌য়ে‌ছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলেছি। আমরা দুই পক্ষের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়গুলো কিভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছি।

বৈঠকে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ নিয়েও কথা হয়েছে বলে জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, পারস্পরিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা কিভাবে কাজ করব, তা নিয়েও কথা হয়েছে। যেমন- জলবায়ু পরিবর্তন, ব্যবসায়িক সুযোগ-সুবিধা বাড়ানো ও রোহিঙ্গা সঙ্কট। আমাদের সম্পর্ককে আরো এগিয়ে নিতে ভবিষ্যতে আমরা একসাথে কাজ করব।

x

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জামায়াত-শিবিরের জঙ্গিরা থাবা বসিয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ রাজনীতি ডেস্কঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক তাণ্ডবকে জঙ্গিবাদী কাজ উল্লেখ করে আওয়ামী ...