এমএনএ সংবাদ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে সাক্ষাত করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা।
শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা কাদের।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় দলীয় নেতারা তার সাথে ছিলেন। ঘণ্টাখানেক বৈঠক শেষে বেরিয়ে যান আব্দুল কাদের মির্জা।
গত ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুল কাদের মির্জা নৌকা প্রতীকে বিজয় লাভ করেন।