Don't Miss
Home / জাতীয় / শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন

এমএনএ জাতীয় ডেস্কঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লেগেছে। আজ শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে।

জানা গেছে, আগুন নিরন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবিও। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশিচ হওয়া যায়নি।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে। সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কার্যক্রম শেষে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, দুপুর আড়াইটায় খবর পাওয়া যায় ঢাকা বিমানবন্দরের আট নম্বর গেটের কার্গো এলাকায় মালামালে আগুন লেগেছে। খবর পাওয়া মাত্রই সেখানে পাঁচটি ইউনিট পাঠানো হয়।

x

Check Also

ড. আহসান এইচ মনসুর

দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে : গভর্নর ড. আহসান এইচ মনসুর

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা ...