সর্বাধিক দরপতন আন্তর্জাতিক শেয়ারবাজারে
Posted by: News Desk
February 25, 2020
এমএনএ অর্থনীতি রিপোর্ট : করোনা ভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ায় মারাত্মক প্রভাব পড়েছে আন্তর্জাতিক পুঁজিবাজারে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সূচকের ব্যাপক পতন হয়েছে। বিশেষ করে ইতালির মাধ্যমে ইউরোপে এবং ইরান, আফগানিস্তান ও বাহরাইনের মাধ্যমে মধ্যপ্রাচ্যেও এ ভাইরাস ছড়িয়ে পড়ায় বৈশ্বিক অর্থনীতিতে আরো শ্লথগতির আশঙ্কা প্রবল হচ্ছে।
যুক্তরাষ্ট্র, ডাউ জোনস এবং এসঅ্যান্ডপি ৫০০-এ ২০১৮ সালের পর গতকাল শেয়ারদর ও সূচকে সর্বাধিক পতন হয়েছে। এর মধ্যে ডাউ জোন্সে সূচক পড়েছে ৩ দশমিক ৫ শতাংশ বা ১০০০ পয়েন্টের বেশি। আর এসঅ্যান্ডপি ৫০০ এর দিন শেষ হয়েছে ৩ দশমিক ৩ শতাংশ পতনের মধ্য দিয়ে। নাসডাকের পতন হয়েছে ৩ দশমিক ৭ শতাংশ।
যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ৩ দশমিক ৩ শতাংশ নেমে দিন শেষ করেছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে এযাবতকালের সর্বাধিক পতন এটি।
ইউরোপের মধ্যে ইতালিতেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি, সেখানে মিলান শেয়ারবাজারের সূচক পড়েছে প্রায় ৬ শতাংশ।
কিন্তু এর বিপরীতে স্বর্ণের দাম বাড়ছেই। সাত বছরের মধ্যে সর্বাধিক দামে বেচাকেনা হচ্ছে এ মূল্যবান ধাতু। অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে নিরাপদ বিনিয়োগ হিসেবে মানুষ স্বর্ণকে বেছে নিচ্ছে বলেই বাজারে এ ঊর্ধ্বগতি।
চীনের বাইরে ইরান, দক্ষিণ কোরিয়া এবং ইতালিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে। গত বছর এ ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এ পর্যন্ত চীনে আক্রান্ত হয়েছে প্রায় ৭৭ হাজার জন, আর মারা গেছে ২ হাজার ৬০০ জন। চীনের বাইরে প্রায় ৩০টি দেশে ১ হাজার ২০০ জনের বেশি আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। গতকাল সোমবার ইতালিতে তিন জন মারা গেছে। এ নিয়ে দেশটিকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জনে।
পুঁজিবাজারে সূচকের পতনে ভূমিকা রেখেছে বড় বড় কোম্পানির শেয়ারদরে পতন। এর মধ্যে নাইকি, অ্যাপল এবং ওয়ালট ডিজনির মতো কোম্পানি রয়েছে। যুক্তরাষ্ট্রে ডাউ জোনস এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক পতনে এসব কোম্পানি বড় ভূমিকা রেখেছে। কারণ কোম্পানিগুলোর পণ্য উৎপাদন ও বিপণনের অনেকখানি অংশই চীনের ওপর নির্ভরশীল। কারো কারো শেয়ারদর ৪ শতাংশ পর্যন্ত পড়ে গেছে।
এ পরিস্থিতিতে ভ্রমণ ও পর্যটন কোম্পানিগুলোও ভুগছে। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচকে সবচেয়ে বেশি পতন দেখেছে ইজিজেট, এ কোম্পানির শেয়ারদরে পতন হয়েছে ১৬ দশমিক ৭ শতাংশ। অপরদিকে টুই এবং ব্রিটিশ এয়ারওয়েজের মালিক প্রতিষ্ঠান আইএজি দিন শেষ করেছে ৯ শতাংশ পতনের মধ্য দিয়ে।
সর্বাধিক দরপতন আন্তর্জাতিক শেয়ারবাজারে 2020-02-25