Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / সারাবিশ্বে একদিনে করোনার সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড
ডব্লিউএইচও

সারাবিশ্বে একদিনে করোনার সংক্রমণ শনাক্তের নতুন রেকর্ড

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক আশঙ্কার খবর জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিশ্বজুড়ে একদিনে ৩ লাখ ৩৮ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। ডিসেম্বরে চীনে প্রথমবারের মতো ভাইরাসটির সংক্রমণ শনাক্তের পর এর আগে একদিনে এত মানুষের দেহে সংক্রমণ শনাক্ত হয়নি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার রেকর্ড সংক্রমণ শনাক্তের দিনে ভারতে নতুন শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৫২৪ জন। এরপর সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে শীর্ষ আক্রান্ত দুই দেশ ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে। ব্রাজিলে এই সময়ে ৪১ হাজার ৯০৬ এবং ব্রাজিলে ৩৮ হাজার ৯০৪ জনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে।

অবশ্য টানা এক মাস ধরে বিশ্বে দৈনিক সংক্রমণে শীর্ষে থাকা দেশ ভারতে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। তবে এক সময় করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্র ইউরোপে ফের বেড়েছে সংক্রমণ।

ডব্লিউএইচওর জানিয়েছে, বিশ্বে কোভিড-১৯ রোগী শনাক্তের আগের রেকর্ডটি হয়েছিল গত ২ অক্টোবর। ওইদিন বিশ্বজুড়ে ৩ লাখ ৩০ হাজার ৩৪০ মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়।

বিশ্বে একদিনে রেকর্ড সংক্রমণ শনাক্ত হওয়ার ক্ষেত্রে ইউরোপের বড় ভূমিকা রয়েছে বলে শঙ্কার কথা জানাচ্ছে সংস্থাটি। ইউরোপে এক দিনে ৯৬ হাজার ৯৯৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ইউরোপে এক দিনে করোনা রোগী শনাক্তের সর্বোচ্চ সংখ্যা এটা।

এ ছাড়া বৃহস্পতিবার বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৫১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বিশ্বে এখন করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ৩৪১ জন। ভাইরাসটিতে সংক্রমিত ১০ লাখ ৬২ হাজার ৭৫ জন মারা গেছেন।

x

Check Also

তিন ম্যাচের দ্বিতীয় জয়ে টানা হ্যাট্টিক সিরিজ জয় টাইগারদের

এমএনএ খেলাধূলা ডেস্ক :এক ম্যাচ হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল ...

Scroll Up
%d bloggers like this: