Don't Miss
Home / পারিবারিক / স্ত্রীর প্রতি স্বামীর করণীয়

স্ত্রীর প্রতি স্বামীর করণীয়

এমএনএ ডেস্কঃ (ফারহানা রুমকি )
স্ত্রীর প্রতি স্বামীর করণীয়
স্বামী-স্ত্রীর সম্পর্ক একই মুদ্রার এপিট ওপিট। জীবন যাপনে একজন ছাড়া অন্যজন অচল। বৈবাহিক জীবনে অনেকেই সুখি আছেন আবার অনেকেই অসুখি। যে স্বামী -স্ত্রী একজন অন্যজনের কষ্ট বুঝবেন, পরস্পরকে বিশ্বাস করবেন এবং আন্তরিক হবেন তারা নিশ্চয় একটা শান্তিময় জীবন উপভোগ করতে পারবেন।
শান্তিময় জীবন উপভোগ করতে যা করা দরকারঃ
স্বামীর কর্তব্য
১।স্ত্রীকে মন প্রাণ দিয়ে ভালবাসুন, ভালবাসার বেলায় কোন কৃপণতা রাখবেন না।
২।স্ত্রীর কাজের প্রশংসা করুন, যতটুকু পারেন বাড়ির কাজে সাহায্য করুন।
৩।স্ত্রীকে অন্য কেউ যেন আঘাত দিয়ে কথা না বলতে পারে সেদিকে নজর রাখুন। আপনার পরিচিত জনের কাছে স্ত্রীর প্রশংসা করুন।
৪।মনে রাখতে হবে আপনার স্ত্রী তার আপন মানুষদের ছেড়ে আপনার ভরসায় সে আপনার সাথে বসবাস করছে। তাই তার প্রতি সদয় আচরণ করুন। মাঝে মাঝে বলুন “সারাদিন অনেক কাজ করছ, খুব কষ্ট গো হচ্ছে তোমার”।
৬। আপনার শ্বশুড় শ্বাশুড়ির প্রতি কিছু দ্বায়িত্ব পালন করুন।স্ত্রীর আত্মীয়দের সাথে সুসম্পর্ক ও, যোগাযোগ রাখুন।
৭।আপনার কথাগুলো স্ত্রীর সাথে শেয়ার করুন। স্ত্রী বকাঝকা করলে সে সময় চুপ থাকুন। পরে তার ভুল গুলো বুঝিয়ে বলুন।
৮।স্ত্রীর জন্য প্রসাধনী নিয়ে এসে তাকে চমকে দিন।একসাথে মাঝে মাঝে সেলফি তুলুন। একসাথে বসে চা পান করতে করতে সংসারের বিষয় কোঁজ নিন।
৯।বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রীকে বুকে টেনে নিন।
১০। পরকীয়াতে আসক্ত হবেন না। হলে সংসার কখনো শান্তিময় করতে পারবেননা।
আপনার নৈতিক চরিত্র ঠিক রাখুন। কেননা মেয়েরা কখনো চান না তার স্বামী তাকে রেখে অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হউক। ঘরে স্ত্রী রেখে অন্য মেয়েদের দিকে কখনো খারাপ দৃষ্টি যদি না দেন আশা করছি আপনি আপনার স্ত্রীর জন্য একজন পারফেক্ট জীবন সঙ্গী হবেন।

x

Check Also

দাম্পত্য জীবনের গোপন কথা

এমএনএ ডেস্ক : সংসারে অনেক সময় কিছু কথা স্বামী গোপন রাখেন। কিছু কথা স্ত্রীও। দীর্ঘদিনের দাম্পত্য জীবন ...