Don't Miss
Home / হোম স্লাইডার / ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব-২০২২ শুরু
প্রকাশ’ স্লোগানে শুরু হলো ১৬তম আন্তর্জাতিক

১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব-২০২২ শুরু

এমএনএ বিনোদন ডেস্ক : উৎসবের তালিকায় নেই ভাষাবিষয়ক কোনো চলচ্চিত্রের নাম।‘মুক্ত চলচ্চিত্র, মুক্ত প্রকাশ’ স্লোগানে শুরু হলো ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব-২০২২। এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলবে এ উৎসব।

২৫ ফেব্রুয়ারি শুক্রবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। পতাকা উত্তোলন ও প্রদ্বীপ প্রজ্বালনের মধ্য দিয়ে তিনি উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। এদিন তিনি জানান, ‘সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমরা উদ্যোগ নিয়েছি, প্রতিটি জেলায় একটি করে সাংস্কৃতিক কেন্দ্র করব। সেই জায়গায় একটি সিনে কমপ্লেক্স থাকবে। আপাতত প্রায় ১০০টি উপজেলায় একটি পাইলট প্রজেক্টের মাধ্যমে এর বাস্তবায়ন করা হবে।’

এবারের উৎসবে বাংলাদেশসহ ১৩০টি দেশের ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে বুসান, কান, বার্লিন, অস্কার, সানড্যান্স, লোকোর্নো-এর মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৬০টিরও বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কিন্তু সে তালিকার কোথাও নেই ভাষা আন্দোলনবিষয়ক কোনো চলচ্চিত্রের নাম।

উৎসব কমিটির চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন ইউসুফ বলেন, ’এবারের উৎসবে মুক্তিযুদ্ধটাই আমাদের ফোকাস। তবে ভাষা আন্দোলনের ৭০ বছর উপলক্ষে একটি ভাষা আন্দোলনবিষয়ক চলচ্চিত্র নির্মাণ হতে পারত।’

চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘আমি মনে করি, এবার ভাষা আন্দোলন নিয়ে নির্মিত কোনো স্বল্পদৈর্ঘ্য বা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাখা উচিত ছিল। এটা আমাদের এক ধরনের ভুল হয়ে গেছে। আমি দেখি কিছু করা যায় কি না।’

আন্তর্জাতিক এ উৎসবে প্রতিবছর একজনকে ‘হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার’ দেওয়া হয়। এ বছর পুরস্কারটি যৌথভাবে পেয়েছেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা ও স্বল্পদৈর্ঘ্য আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব তানভীর মোকাম্মেল এবং মানজারে হাসিন মুরাদ।

চলচ্চিত্র প্রদর্শনীর মূলকেন্দ্র বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন। এ ছাড়া থাকছে সংগীত ও নৃত্যশালা মিলনায়তন, জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তন এবং বাংলাদেশ চলচ্চিত্র কেন্দ্র।

x

Check Also

কুরআন

মক্কায় চালু হলো পবিত্র কুরআন জাদুঘর

এমএনএ ফিচার ডেস্কঃ সৌদি আরবের মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল ...