২০১৯ সালে কার ভাগ্যে কী আছে?
Posted by: News Desk
December 26, 2018
এমএনএ ফিচার ডেস্ক : সফলতা আর ব্যর্থতার মধ্য দিয়েই শেষ হতে চলেছে ২০১৮ সাল। আর মাত্র ৫টি দিন। তাহলেই নতুন আরেকটি বছরের আগমন ঘটতে চলেছে। সমাগত ২০১৯ সাল নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। কার ভাগ্যে কী আছে আগামী বছরে? সে সম্পর্কেই জানা যাবে আগামী ২০১৯ সালের রাশিফলে।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে ২০১৯ সালের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
২০১৯ সালে পড়াশোনা বা চাকরিতে উন্নতির মুখ দেখবে মেষ রাশির জাতক-জাতিকারা। এ বছরে চাকরির প্রোমোশন হতে পারে। বিদেশে চাকরির সুযোগ আসতে পারে। তবে জানুয়ারি, ফেব্রুয়ারি ও জুন মাসে সতর্ক থাকতে হবে। আপনার জন্য আগামী বছরে শুভ রং-নীল, শুভ সংখ্যা-২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জন্য ২০১৯ সাল সবচেয়ে ভালো। এ রাশির জাতকরা খুব কর্মঠ হন। কাজের সুফল পাবেন এ বছর। মার্চ ও এপ্রিলে আশাতীত প্রশংসা ও সুফল পাবেন। নতুন কোনও কাজ শুরু করলেও নিরাশ হবেন না। আপনার জন্য আগামী বছরে শুভ রং-সবুজ, শুভ সংখ্যা-৩।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
২০১৯ সালে প্রচুর সুযোগ আসবে। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য এ বছর শুভ। তবে ২২ মার্চ থেকে ২৬ এপ্রিলের মধ্যে কাজের জায়গায় খুব সতর্ক থাকতে হবে। আপনার জন্য আগামী বছরে শুভ রং-গোলাপি, শুভ সংখ্যা-৮।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার ব্যবসায়ীদের জন্য এ বছর শুভ। ফেব্রুয়ারি থেকে এপ্রিল এবং অক্টোবর মাস এ রাশির জন্য খুবই ভালো। লক্ষ্য স্থির করুন ও সঞ্চয় করুন এ বছরই। আপনার জন্য আগামী বছরে শুভ রং-সাদা, শুভ সংখ্যা-৪।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক জাতিকারা গুণ, কঠোর পরিশ্রমের ফল পাবেন ২০১৯ সালে। চাকরির ক্ষেত্রে বেতন বাড়তে পারে। মে ও জুলাইয়ের মধ্যে কর্মক্ষেত্রে খুবই শান্তি বজায় থাকবে। তবে কাজের ফলাফল পাবেন অাগস্ট মাসের পর। এ সময়ে চাকরি বদল করতে পারেন। আপনার জন্য আগামী বছরে শুভ রং-হলুদ, শুভ সংখ্যা-৯।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক জাতিকাদের বছরের প্রথম দিকটা শুভ গেলেও শেষের ৬ মাস বেশকিছু সমস্যার মুখোমুখি হতে হবে। কিন্তু এ রাশির জাতক-জাতিকাদের এ বছরে খুব ভেবেচিন্তে ও সতর্ক হয়ে যে কোন সিদ্ধান্ত নিতে হবে। আপনার জন্য আগামী বছরে শুভ রং-ক্রিম, শুভ সংখ্যা-৭।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক জাতিকাদের এ বছরে ক্যারিয়ারে অনেক ওঠানামা লেগে থাকবে। তবে ধৈর্য হারালে সমস্যা হতে পারে। তবে এ বছরে যা যা কাজ করবেন, তার ফলাফল ঠিক একদিন পাবেন। ফ্যাশন, মিডিয়া, ডিজাইনিংয়ের সঙ্গে যুক্তদের জন্য এ বছর খুবই ভালো। আপনার জন্য আগামী বছরে শুভ রং-লাল, শুভ সংখ্যা-৬।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এ বছরে বহু স্বপ্ন সত্যি হতে পারে। বহু সুযোগ আসবে। চেষ্টা করবেন সেগুলো এড়িয়ে না চলার। ব্যবসায়ীদের জন্য বছরটি ভালো।আপনার জন্য আগামী বছরে শুভ রং-বাদামি, শুভ সংখ্যা-২।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
২০১৯ সাল ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই ভালো। কাজের সূত্রে বহু এলাকায় ঘুরে বেড়ানোর সুযোগ আসবে। বছরের একদম মাঝখানে বেতন বৃদ্ধি হতে পারে। প্রোমোশনেরও সুযোগ আসতে পারে।আপনার জন্য আগামী বছরে শুভ রং-মেরুন, শুভ সংখ্যা-৬।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক জাতিকাদের চাকরি বদলের জন্য ২০১৯ সাল খুবই ভালো। এ বছরে চাকরি বদল না করলেও ক্যারিয়ারে বহু পরিবর্তন হবে। কিন্তু কাজের ক্ষেত্রে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন। আপনার জন্য আগামী বছরে শুভ রং-নীল, শুভ সংখ্যা-৩।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এ বছর শুভ। বছরের প্রথম দিকটা ক্যারিয়ারের জন্য ভালো, তবে মাঝামাঝি ক্যারিয়ারে ওঠানামা লেগে থাকবে। আপনার জন্য আগামী বছরে শুভ রং-সাদা, শুভ সংখ্যা-৫।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
বিভিন্ন ক্ষেত্রে ২০১৯ সালে মীন রাশির জাতক-জাতিকারা উন্নতি করবেন। বিভিন্ন ধরনের সুযোগ আসবে। এমনকি কাজের ক্ষেত্রে পরিবর্তন এলেও তা গ্রহণ করার জন্য এ সময় শুভ। আপনার জন্য আগামী বছরে শুভ রং-হলুদ, শুভ সংখ্যা-৪।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
ভাগ্যে কী কার আছে ২০১৯ সালে 2018-12-26