Don't Miss
Home / বিনোদন / ২০ লাখ টাকা পারিশ্রমিক চাইছেন বিদ্যা সিনহা মিম
মিম

২০ লাখ টাকা পারিশ্রমিক চাইছেন বিদ্যা সিনহা মিম

এমএনএ বিনোদন রিপোর্টঃ এক সিনেমার জন্য ২০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন মিম। এর আগে ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পদ্ম পাতার জল’ সিনেমায় অভিনয় করতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

সেই হিসাবে এই ৫ বছরে পারিশ্রমিক দ্বিগুণ করতেই পারেই নায়িকা। ৮ আগস্ট করোনার এই সময়ে জনপ্রিয় এক পরিচালকের সিনেমায় অভিনয় করতে ২০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন মিম।

সবাই যেখানে চলচ্চিত্রের স্বার্থে পারিশ্রমিক কমাতে চাইছেন সেখানে মিমের এমন পারিশ্রমিক চাওয়ার কারণ হিসাবে জানা গেছে; পরিচালক চান ১৭ আগস্ট থেকে শুটিং করতে কিন্তু মিম শুটিং করতে চান আগামী অক্টোবরে। তাই এই সিনেমা ফেরাতে মিমের এমন পারিশ্রমিক চাওয়া।

এ প্রসঙ্গে মিম জানিয়েছেন, করোনার মধ্যে শুটিং করা মানেই জীবনের ঝুঁকি। এই ঝুঁকি যদি নিতেই হয়, তাহলে পারিশ্রমিক তো বাড়বেই।

করোনার এই সময়ে বিদ্যা সিনহা মিম ব্যস্ত সময় পার করছেন নিজের ইউটিউব চ্যানেল নিয়ে।

x

Check Also

সানি

সানি লিওন স্বামীর সঙ্গে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউডের ‘বেবিডল’ খ্যাত নায়িকা সানি লিওন। লকডাউনে কেমনভাবে দিন কাটিয়েছিলেন সেটা সবাই ...

Scroll Up
%d bloggers like this: