Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / অমিত শাহ’র মন্তব্যে ভারতজুড়ে ক্ষোভ
হিন্দু

অমিত শাহ’র মন্তব্যে ভারতজুড়ে ক্ষোভ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ মোগল সাম্রাজ্যকে অহেতুক প্রাধান্য দিতে গিয়ে হিন্দু সাম্রাজ্যগুলো সম্পর্কে উদাসীন থেকেছেন ইতিহাসবিদরা।

সম্প্রতি রাজধানী দিল্লির একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -এর এই উক্তি গোটা দেশে ক্ষোভের সৃষ্টি করেছে।

তৃণমূল কংগ্রেস বলেছে, বিজেপি কি ইতিহাসও বদলে দিতে চাইছে? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, ইতিহাস ইতিহাসের জায়গাতেই থাকবে। কেউ তাকে বদলাতে পারবে না।

অমিত শাহ অভিযোগ করেন যে গুপ্ত বংশ বা আসামের অহম রাজাদের সম্পর্কে ইতিহাসবিদরা বেশি লেখেননি, কিন্তু মোগল সম্রাটদের সম্পর্কে বিশেষভাবে লেখা হয়েছে।

তিনি আরও জানান, মোগল সম্রাটরা যে হিন্দু সম্রাটদের কাছে পরাস্ত হয়েছিলেন সেই কাহিনীও প্রতিভাত হয়নি। তিনি বলেন, মোগল সাম্রাজ্যের গরিমা দেখাতেই ব্যস্ত ছিলেন ইতিহাসবিদরা।

অমিত শাহের এই বক্তব্যের প্রতিবাদ এসেছে ইতিহাসবিদদের পক্ষ থেকেও। তাঁরা বলেছেন, কারও স্বার্থে তথ্য বিকৃতি করা সম্ভব নয়। যা ঘটেছে তাই বলেছে ইতিহাস।

x

Check Also

২৬ মার্চ

আজ ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। ...