Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল শীঘ্রই দেশে কার্যক্রম শুরু করবে
পেমেন্ট

আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল শীঘ্রই দেশে কার্যক্রম শুরু করবে

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ বাংলাদেশের ফ্রিল্যান্সার এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। শিগগিরই দেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’। এর ফলে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে উন্মোচিত হবে নতুন দিগন্ত।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই সুসংবাদ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

গভর্নর জানান, বর্তমানে ব্যাংকের মাধ্যমে এলসি (ঋণপত্র) খোলার জটিলতার কারণে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ছোট চালানে পণ্য রপ্তানি করা কঠিন। পেপ্যাল চালু হলে তারা ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের যেকোনো প্রান্তে সহজেই পণ্য পাঠিয়ে দ্রুত অর্থ দেশে আনতে পারবেন। এছাড়া আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্তরা অনেক সময় বিদেশ থেকে পারিশ্রমিক আনতে বিড়ম্বনায় পড়েন, যা এই গেটওয়ে চালুর মাধ্যমে দূর হবে।

বিশ্বের ২০০টিরও বেশি দেশে জনপ্রিয় এই ডিজিটাল পেমেন্ট সেবা চালু হলে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তারা সরাসরি আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত হতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন গভর্নর।

x

Check Also

স্মৃতি মান্ধানা

বিয়ে ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ক্রিকেটার স্মৃতি মান্ধানা

এমএনএ খেলাধুলা ডেস্কঃ পলাশ মুছলের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতের ...