Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / এশিয়া / আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৪৩

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ৪৩

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আফগানিস্তানে কাবুলের একটি সরকারি ভবনে বন্দুকধারীদের গুলিতে ও আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো অনেকে।

গতকাল সোমবার বিকালে দেশটির গণপূর্ত মন্ত্রণালয়ের সামনে একটি গাড়িতে এক আত্মঘাতী বোমারুর বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে হামলাটি শুরু হয়। জঙ্গিরা এরপর প্রতিবন্ধী ও শহীদ পরিবার বিষয়ক জাতীয় কর্তৃপক্ষ ভবনে হামলা চালিয়ে বেসামরিকদের জিম্মি করে ও আফগান সৈন্যদের সঙ্গে বন্দুক লড়াইয়ে লিপ্ত হয়।

প্রায় সাত ঘন্টা ধরে গোলাগুলি চলার পর রাতে ঘটনার অবসান হয় বলে জানিয়েছে আফগানিস্তানের কর্তৃপক্ষগুলো, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

নিহতদের অধিকাংশই সরকারি কর্মচারী। নিহত অন্যান্যদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও হামলাকারীদের মধ্যে তিন জন রয়েছেন যারা আফগান নিরাপত্তা বাহিনীগুলোর গুলিতে নিহত হয়েছেন, জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ।

ঊর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ওই ভবনটিতে আটকা পড়া সাড়ে তিনশরও বেশি লোককে উদ্ধারের জন্য আফগান নিরাপত্তা বাহিনীগুলো তলা ধরে ধরে অভিযান শুরু করেছিল, কিন্তু সেখানের কাজ করা কর্মচারীদের সংখ্যা জানার পর হামলাকারীদের বিরুদ্ধে অভিযান বন্ধ করে তারা।

তাৎক্ষণিকভাবে কোনো জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

ঘটনাস্থলের কাছাকাছি বসবাস করা এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, গোলাগুলি থামার পর অ্যাম্বুলেন্সগুলোকে ঘটনাস্থলের দিকে যেতে দেখেছেন তিনি। এ ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাছেই আরেক সরকারি ভবনে কর্মরত একজন কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণ ও গোলাগুলির আওয়াজ শুনে কর্মচারীরা নিজ নিজ দপ্তরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করছিল।

অচলাবস্থা চলার সময় ভবনের দ্বিতীয় তলায় আগুন ধরে যায় বলে স্থানীয় নিউজ চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।

শেষ পর্যন্ত ওই ভবনটি থেকে সাড়ে তিনশরও বেশি লোককে উদ্ধার করা হয় বলে নাজিব দানিশের বরাতে জানিয়েছে বিবিসি। হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র।

আফগানিস্তানের সরকারি দপ্তরগুলোতে প্রায়ই হামলার ঘটনা ঘটে এবং এসব হামলার অধিকাংশই বিদ্রোহী তালেবানদের কাজ বলে ভাষ্য রয়টার্সের।

x

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির পিতাকে হত্যার পর সমস্ত অর্জন নষ্ট করে দেয়া হয়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ জাতির পিতাকে হত্যা করার পরে এদেশে সমস্ত অর্জনগুলো একে একে নষ্ট করে ...