Don't Miss
Home / আজকের সংবাদ / অর্থনীতি / আমদানিতে নীতি সহায়তার সময়সীমা ৬ মাস বাড়ল
করোনাভাইরাসের

আমদানিতে নীতি সহায়তার সময়সীমা ৬ মাস বাড়ল

এমএনএ অর্থনীতি ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় আমদানিতে বাংলাদেশ ব্যাংকের দেয়া নীতিসহায়তার সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আমদানিতে নীতিসহায়তা দেয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব অনুমোদিত ডিলার বরাবর পাঠিয়েছে।

আমদানি নীতি সহায়তার সময়সীমা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত থাকলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত সুযোগ দেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দেয়ার জন্য ছয় মাসের এ সুযোগ দেয়া হয়েছে।

জারি সার্কুলার অনুযায়ী, ‘৩০ জুন পর্যন্ত বলবত আমদানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতিসহায়তার সময়সীমা ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। নীতিসহায়তার অংশ হিসেবে করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক জীবন রক্ষাকারী ওষুধ, চিকিৎসা সামগ্রী প্রভৃতি বিদেশি রি-পেমেন্ট গ্যারান্টি কিংবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই আমদানি মূল্য বাবদ অগ্রিম ৫ লাখ মার্কিন ডলার পরিশোধ করা যাবে। শিল্পের কাঁচামালের আমদানি মূল্য ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিন মেয়াদে পরিশোধের সুযোগ থাকছে। একই সুযোগ থাকছে কৃষি যন্ত্রপাতি ও সার আমদানির ক্ষেত্রেও।’

x

Check Also

২৬ মার্চ

আজ ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। ...