Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / ইউক্রেনে হামলার নতুন কৌশল রাশিয়ার
রাশিয়া

ইউক্রেনে হামলার নতুন কৌশল রাশিয়ার

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন অভিযানে সম্প্রতি কৌশল বদল করেছে রুশ সেনা। যুদ্ধের ক্ষয়ক্ষতি ও খরচ কমাতে বিশাল ডনবাস এলাকার কম গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে রাশিয়া তার সেনাদের প্রত্যাহার করেছে। ফলে জায়গাগুলো পুণরায় দখল করেছে ইউক্রেনীয় সেনারা। বদলে অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ শহরগুলোর নিরাপত্তা জোড়দার করতে সেসব জায়গায় সেনার সংখ্যা বৃদ্ধি করেছে রাশিয়া। পাশাপাশি ইউক্রেনের পূর্বাঞ্চলে নতুন করে আবার হামলা শুরু করেছে তারা।

বর্তমানে পুতিনের বাহিনী গুরুত্বপূর্ণ বাখমুত শহরের দিকে অগ্রসর হচ্ছে এবং ডনবাস অঞ্চলের সমস্ত খনিজ সমৃদ্ধ এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে। তারা ডোনেৎস্ক বিমানবন্দরের কাছে পিস্কি গ্রাম দখল করা ছাড়াও ডনবাসের দক্ষিণ-পূর্বে বেশকিছু সাফল্য পেয়েছে। শনিবার সকাল থেকে রুশবাহিনী বাখমুত শহরের দিকে গুলিবর্ষণ করে এগোতে থাকে। সঙ্গে রয়েছে রকেট ও মর্টারশেল নিক্ষেপ। ধারণা করা হচ্ছে, শহরটির খুব কাছে পৌঁছে গেছে রুশ সেনারা।

যুদ্ধের আগে বাখমুত শহরের জনসংখ্যা ছিল ৭০ হাজার। শহরটি খনিজ সম্পদে ভরপুর ডনবাস অঞ্চল দখলের লক্ষ্য বাস্তবায়নে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। জুলাই মাসের শুরুতে যখন রুশবাহিনী শিল্প শহর লিসিচানস্ক দখল ও লুহানস্কে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল তখন থেকেই তাদের ধীরগতির আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয় বাখমুত। গত সপ্তাহে উত্তর-পূর্বে রুশ সেনাদের পিছু হটার পরও বাখমুতে আক্রমণ জারি রয়েছে।

ইউক্রেনীয় সেনা ও কমান্ডাররা মনে করছেন, রুশবাহিনীর আক্রমণের জন্য বাখমুত ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ রুশ সেনারা পূর্ব ও দক্ষিণপূর্ব দিক থেকে ইউক্রেনের রসদ সরবাহ বিচ্ছিন্ন করতে চায়। রণক্ষেত্রে থেকে ইউক্রেনীয় সেনারা বলছেন, বাখমুতের আশেপাশে মোতায়েনকৃত রুশ সেনাদের বেশিরভাগ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের। এই সংস্থাটি ক্রেমলিন ঘনিষ্ঠ এবং সিরিয়া ও লিবিয়ায় যুদ্ধ করেছে।

x

Check Also

শের-ই-বাংলা

বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ

এমএনএ ফিচার ডেস্কঃ বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ। শেরে ...