Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / ইমরান খানের সুপারিশে পাকিস্তানের পার্লামেন্ট ভেঙ্গে দিলেন প্রেসিডেন্ট
ইমরান খানের

ইমরান খানের সুপারিশে পাকিস্তানের পার্লামেন্ট ভেঙ্গে দিলেন প্রেসিডেন্ট

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ ইমরান খানের সুপারিশে পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। রোববার পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এর আগে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। পরে প্রধানমন্ত্রী ইমরান খান প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন।

জিও নিউজের প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী ৯০ দিনের মধ্যে পাকিস্তানে নির্বাচন শুরু হতে পারে।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। দেশটির সংবিধানের ৫ম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।

অপরদিকে, নির্বাচনের জন্য দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান ইমরান খান। অনাস্থা প্রস্তাবে ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও।

x

Check Also

শের-ই-বাংলা

বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ

এমএনএ ফিচার ডেস্কঃ বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ। শেরে ...