Don't Miss
Home / জাতীয় / এই সরকারের মেয়াদে আরও টেলিভিশন লাইসেন্স দেওয়া হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
তথ্য উপদেষ্টা

এই সরকারের মেয়াদে আরও টেলিভিশন লাইসেন্স দেওয়া হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

এমএনএ জাতীয় ডেস্কঃ দুটি নতুন স্যাটেলাইট টেলিভিশনের লাইসেন্স নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠকে উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরি এবং গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুযোগ সৃষ্টি করতেই লাইভ এবং নেক্সট টিভি নামে দুটো টেলিভিশন লাইসেন্স দেওয়া হয়েছে। যাচাই-বাছাই চলছে, এই সরকারের মেয়াদে আরও টেলিভিশন লাইসেন্স দেওয়া হবে।’একথা জানান তিনি।

উপদেষ্টা মাহফুজ বলেন, ‘আওয়ামী লীগের সময় দেওয়া টেলিভিশনের লাইসেন্স সরকার বন্ধ করেনি, করবেও না। তাই গণঅভ্যুত্থানের অবদানকারীদের জন্য এটা সরকারের নতুন সুযোগ। সব ধরনের নীতিমালা মেনেই লাইসেন্স দেওয়া হচ্ছে।’

‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামের দুটি টেলিভিশনের লাইসেন্স পাওয়ার খবর মঙ্গলবার প্রকাশ করে দেশের গণমাধ্যমগুলো। এসব খবরে বলা হয়েছে, দুটি চ্যানেলের লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা ও জাতীয় নাগরিক কমিটির এক নেতা।

উপদেষ্টা মাহফুজ আলম আরও বলেন, ‘এই সরকারের মেয়াদেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে। যাতে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে আর কোনো সমস্যায় পড়তে না হয়। সাংবাদিক সুরক্ষা আইন হলে বেতন-ভাতা নিয়েও সাংবাদিকদের সমস্যা মিটে যাবে।’

‘সামনে নির্বাচন সাংবাদিকদের জন্য চ্যালেঞ্জের সময়’ উল্লেখ করে তিনি বলেন, ‘এই সময়গুলোতে সাংবাদিকদের কাজের সুরক্ষা নিয়ে মালিকদের সচেতন হতে হবে।’

x

Check Also

জাতীয় ঐকমত্য কমিশন

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ফের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন

এমএনএ রাজনীতি ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ...