Don't Miss
Home / বিনোদন / হলিউড / এক নজরে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ড
অস্কার পুরস্কার হাতে স্যাম রকওয়েল, ফ্রান্সেস ম্যাকডোর্মেন্ড, অ্যালিসন জেনি ও গ্যারি ওল্ডম্যান।

এক নজরে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ড

এমএনএ বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আজ সোমবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টায় শুরু হয় জাঁকজমকপূর্ণ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯০তম অস্কার অনুষ্ঠান। এটি উপস্থাপনা করছেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। এই আয়োজন সরাসরি দেখানো হচ্ছে স্টার মুভিজ চ্যানেলে। এক নজরে জেনে নিন এবারের বিজয়ীদের নাম।
১. সেরা ছবি: দ্য শেপ অব ওয়াটার
২. সেরা পরিচালক: গিয়েরমো দেল তোরো (দ্য শেপ অব ওয়াটার)
৩. সেরা অভিনেতা: গ্যারি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার)
৪. সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
৫. সেরা পার্শ্ব–অভিনেতা: স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিসৌরি)
৬. সেরা পার্শ্ব–অভিনেত্রী: অ্যালিসন জ্যানি (আই, টনিয়া)
৭. সেরা চিত্রনাট্য: গেট আউট (জর্ডান পিল)
৮. অ্যাডাপটেড স্ক্রিন প্লে: কল মি বাই ইয়োর নেম (জেমস আইভরি)
৯. বিদেশি ভাষার সেরা ছবি: আ ফ্যান্টাস্টিক ওম্যান (চিলি)
১০. সেরা অ্যানিমেটেড ছবি: কোকো ( লি ইউনক্রিক, ডারলা কে অ্যানডারসন)
১১. ভিজ্যুয়াল ইফেক্টস: ব্লেড রানার ২০৪৯ (জন নেলসন, পল ল্যাম্বার্ট, রিচার্ড আর. হুভারও জার্ড নেফজার)
১২. সেরা ছবি সম্পাদনা: ডানকার্ক (লি স্মিথ)
১৩. সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ডিয়ার বাস্কেটবল (গ্লেন কিন, কোবি ব্রায়ান্ট)
১৪. সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য সাইলেন্ট চাইল্ড (ক্রিস ওভারটন, র‍্যসেল শেনটন)
১৫. সেরা ডকুমেন্টরি শর্ট: হেভেন ইজ আ ট্রাফিক জ্যাম অন দ্য ৪০৫। (ফ্রাঙ্ক স্টিফেল)
১৬. সেরা স্কোর: দ্য শেপ অব ওয়াটার (আলেক্সান্দ্রে দেসপ্লা)
১৭. সেরা গান: রিমেম্বার মি (ক্রিস্টেন অ্যান্ডারসন–লোপেজ ও রবার্ট লোপেজ, ‘কোকো’)
১৮. সেরা প্রোডাকশন ডিজাইন: দ্য শেপ অব ওয়াটার (পল ডি. অস্টারবেরি, জেফরি এ মেলভিন, শ্যান ভিয়েও)
১৯. সেরা সিনেমাটোগ্রাফি: ব্লেড রানার ২০৪৯ (রজার ডিকিন্স)
২০. সেরা কস্টিউম ডিজাইন: ফ্যান্টম থ্রেড (মার্ক ব্রিজেস)
২১. সেরা মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং: ডার্কেস্ট আওয়ার (কাজুহিরো সুজি, ডেভিড ম্যালিনস্কি ও লুসি সিব্বিক)
২২. সেরা ডকুমেন্টরি ফিচার: ইকারাস (ব্রায়ান ফোগেল, ডেন কোগেন)
২৩. সেরা শব্দ সম্পাদনা: ডানকার্ক (অ্যালেক্স গিবসন ও রিচার্ড কিং)
২৪. সেরা সাউন্ড মিক্সিং: ডানকার্ক (মার্ক ওয়াইনগার্টেন, গ্রেগ ল্যান্ডেকার ও গ্যারি এ. রিজ্জো)
x

Check Also

মিকি মাউসের ৯২তম জন্মদিন আজ

এমএনএ বিনোদন ডেস্ক : লাল শর্টস, বড় হলুদ জুতা ও সাদা গ্লাভস পরা একটি ইঁদুর। ...