Don't Miss
Home / জাতীয় / সারাদেশ / কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত।

নির্বাচনে মেয়র পদে চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে মোট দুই লাখ সাত হাজার ৫৬৬ জন ভোটার ভোটারাধিকার প্রয়োগ করবেন। ১০৩টি ভোটকেন্দ্রে ৬২৮টি ভোট কক্ষ নির্মাণ করা হয়েছে।

নির্বাচনে ১০৩টি ভোটকেন্দ্রের অধিকাংশই ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরো সিটি এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যাব -পুলিশ-আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এখন পর্যন্ত কোথাও থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এই নির্বাচনে মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ১৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে। মেয়র পদের বাকি দুই প্রার্থী হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শিরিন আক্তার এবং স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ।

কুমিল্লা সিটি কর্পোরেশনে ওয়ার্ড রয়েছে ২৭টি। মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৪৭। মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯ জন। মোট ১০৩টি ভোটকেন্দ্রে ৬২৮টি ভোট কক্ষ নির্মাণ করা হয়েছে। মোট ভোট গ্রহণ কর্মকর্তা ১৯৮৭ জন।

২০১১ সালে দুটি পৌরসভাকে এক করে কুমিল্লা সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। প্রথম নির্বাচনে মনিরুল হক সাক্কু আওয়ামী লীগ সমর্থিত আফজাল খানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

এবার সাক্কুর বিপক্ষে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন আফজাল খানের মেয়ে ও সিটির সাবেক কাউন্সিলর আঞ্জুম সুলতানা সীমা।

নির্বাচনে ১০৩টি ভোটকেন্দ্রের অধিকাংশই ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরো সিটি এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যাব -পুলিশ-আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ২৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

x

Check Also

নবীনগর উপজেলার

নবীনগরে একাধিক পুজামন্ডপ পরিদর্শন করলেন এলজিইডি-র তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল বণিক

এমএনএ জাতীয় ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একাধিক পুজামণ্ডপ পরিদর্শন করলেন এলজিইডি-র তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল ...