Don't Miss
Home / হোম স্লাইডার / ক্ষমতায় টিকে থাকতেই মামলা-গ্রেপ্তার: বিএনপি

ক্ষমতায় টিকে থাকতেই মামলা-গ্রেপ্তার: বিএনপি

এমএনএ রিপোর্ট : আওয়ামী লীগ ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়ায়’ যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতেই বিরোধীদের দমনের অংশ হিসেবে মিথ্যা মামলা দিয়ে তাদের কারাগারে ভরছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারের প্রতিবাদে আজ মঙ্গলবার এক সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন।

তিনি বলেন, আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে গেছে, তাদের কোনো রাজনীতি নেই। তারা একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে; নানা ঘটনা ঘটিয়ে সব বিরোধী পক্ষ, ভিন্নমত পোষণকারীদের যারা ভিন্নমতের কথা বলছেন, সোচ্চার হচ্ছে তাদের অধিকারের জন্য, যারা গণতন্ত্রের জন্য কথা বলছেন, বাক স্বাধীনতার জন্য কথা বলছেন, তাদের ধরে ধরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে।

BNP--Shafiq-Rehman

এই সরকার মূলত ভিন্নমতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বাক স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের একটাই উদ্দেশ্য– যেভাবে হোক ক্ষমতায় টিকে থাকতে হবে।

গত শনিবার রাজধানীর ইস্কাটনের বাসা থেকে বিএনপিপন্থি সাংবাদিককে শফিক রেহমানকে ধরে নেওয়ার পর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চক্রান্তের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

এফবিআইয়ের এক এজেন্টের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের বিচারের নথি থেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী জয়কে অপহরণ ও তার শারিরীক ক্ষতি করা চক্রান্ত তথ্য বেরিয়ে আসে।

যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের নথিতে দেখা যায়, ওই মামলায় দণ্ডিত যুক্তরাষ্ট্রপ্রবাসী এক জাসাস নেতার ছেলে রিজভী আহমেদ সিজার জয়ের বিষয়ে তথ্য জানতে ওই এজেন্টকে ঘুষ দেন। তথ্য পাওয়ার তা বাংলাদেশের এক সাংবাদিককেও সরবরাহ করেন তিনি।

শফিক রেহমানের মুক্তির দাবি জানাতে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার উদ্যোগে এই সভা হয়।

জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বক্তব্য দেন।

x

Check Also

৪৫তম বিসিএসের

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করলো বিপিএসসি

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্কঃ ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম ...