Don't Miss
Home / এই দেশ / খন্দকার মোশাররফের গাড়িবহরে বাসের ধাক্কা, নিহত ১

খন্দকার মোশাররফের গাড়িবহরে বাসের ধাক্কা, নিহত ১

এমএনএ জেলা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলা আমিরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর। এ ঘটনায় রায়হান নামে এক ছাত্রদলকর্মী নিহত হয়েছেন। এছাড়া আরও ১২ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় দাউদকান্দি থেকে ২৫টি মাইক্রোবাসের বহর নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানের ছেলের বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ড. খন্দকার মোশাররফ হোসেন অক্ষত আছেন বলে জানা গেছে।
নিহত জুয়েল প্রধান রায়হান (২০) দাউদকান্দি উপজেলার দৌনারচর এলাকার সাদেক মিয়ার ছেলে। জুয়েল স্থানীয় ছাত্রদলের নেতা বলে জানালেও কোন পদে আছেন, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
জানা গেছে, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ ইউটার্নে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তার বহরের তিনটি মাইক্রোবাস ও দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দাউদকান্দি পৌর ছাত্রদলকর্মী রায়হানের মৃত্যু হয়।
এ ঘটনায় পৌর ছাত্রদল সভাপতি আল আমিনসহ গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার এসআই আবদুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্যামলী পরিবহন নামে একটি বাস ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। দুর্ঘটনায় আরও ১৫ জন আহত হয়।
আহত আটজনকে ঢাকা মেডিকেল কলেজ এবং খন্দকার মোশাররফ হোসেনসহ তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসগুলো উদ্ধার করে।
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের নির্বাচনী এলাকা দাউদকান্দি। এই আসনটি থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
x

Check Also

পাঠক

ঘোষিত হলো নবীনগর অবজারভার পাঠক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি

এমএনএ সারাদেশ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে দি ডেইলি অবজারভার পাঠক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা ...