Don't Miss
Home / খেলাধূলা / ক্রিকেট / ছক্কার ডাবল সেঞ্চুরি হাঁকালেন এবি ডি ভিলিয়ার্স

ছক্কার ডাবল সেঞ্চুরি হাঁকালেন এবি ডি ভিলিয়ার্স

এমএনএ স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ম্যাককালামকে ছাড়িয়ে ছক্কার ডাবল সেঞ্চুরি হাঁকালেন এবি ডি ভিলিয়ার্স। এ ম্যাচে ১৭৬ রানের নান্দনিক ইনিংস খেলার পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েন এবি ডি ভিলিয়ার্স।
ইতিহাসের মাত্র সপ্তম ব্যাটসম্যান হিসেবে সবগুলো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে (আফগানিস্তান ও আয়ারল্যান্ড বাদে) সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি। একইদিন ইতিহাসের মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ছক্কার ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ডি ভিলিয়ার্স। ছক্কায় ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালামকে।
পার্লের বোল্যান্ড পার্কে ইনিংসের ৪৮তম ওভারে আউট হওয়ার আগে ১৭৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি করা ভিলিয়ার্স। তার ১০৪ বলের ইনিংসটি ১৫টি চার ও ৭টি ছক্কায় সাজানো ছিল। ওয়ানডেতে এটিই ডি ভিলিয়ার্সের সর্বোচ্চ ইনিংস।
ওয়ানডেতে ঠিক ২০০টি ছক্কা নিয়ে এতদিন পাঁচ নম্বরে ছিলেন ম্যাককালাম। বাংলাদেশের বিপক্ষে সাতটি ছক্কা হাঁকানোর পথে ব্রেন্ডনকে ছাড়িয়ে যান ডি ভিলিয়ার্স। ২২৪ ম্যাচে এখন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের ছক্কাসংখ্যা ২০১টি।
আন্তর্জাতিক ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ৩৫১টি ছক্কা হাঁকিয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। সনাথ জয়াসুরিয়ার ছক্কাসংখ্যা ২৭০টি। ডি ভিলিয়ার্সের সামনে থাকা ক্রিস গেইল ২৫২টি এবং এমএস ধোনি ২১৩টি ছক্কা হাঁকিয়েছেন।
ওয়ানডেতে ছক্কার ডাবল সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্স দ্বিতীয় দ্রুততম। আফ্রিদি ১৯৫ ইনিংসেই ছক্কার ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। অন্যদিকে ২২৪ ম্যাচের ২১৪তম ইনিংসেই ডাবল সেঞ্চুরি পূর্ণ হয় ডি ভিলিয়ার্সের। ম্যাককালামের ২২৮, গেইলের ২৪১, ধোনির ২৪৮ এবং জয়াসুরিয়ার লেগেছে ৩৪৩ ইনিংস।
x

Check Also

টেস্টে বাংলাদেশ ২-০ ম্যাচে হেরেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে

এমএনএ খেলাধূলা ডেস্ক : বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ২-০ ম্যাচে হেরেছে। ২৩১ রানের মামুলি টার্গেট ...