Don't Miss
Home / জাতীয় / বিবিধ / ডিইউজে নির্বাচনে ভোটগ্রহণ চলছে

ডিইউজে নির্বাচনে ভোটগ্রহণ চলছে

এমএনএ রিপোর্ট : উৎসবমুখর পরিবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক নির্বাচন শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ডিইউজে নির্বাচনে এবার ভোটার ৩ হাজার ৮৭৪ জন। নির্বাচনে ১৯ পদের বিপরীতে ৪টি প্যানেল ও স্বতন্ত্রপ্রার্থী মিলে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিকেল ৩টা পর্যন্ত দেড় হাজারের বেশি ভোট জমা পড়েছে বলে জানিয়েছেন ডিইউজের বর্তমান সভাপতি শাবান মাহমুদ। ইতোমধ্যে বিপুল সংখ্যক ভোটারের সমাগম হয়েছে। ভোটকেন্দ্রের বাইরে প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তাদের সমর্থকরা।
ডিইউজে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আবু তাহের নির্বাচনী তফসিল ঘোষণা করেন গত ১৪ ফেব্রুয়ারি। এই তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
এদিকে নির্বাচন উপলক্ষে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। ভোট শুরু হওয়ার আগে থেকেই প্রার্থীরা নিজেদের ছবি যুক্ত ব্যানার টাঙিয়েছেন। প্রেসক্লাব প্রাঙ্গণ জুড়েই চলছে ভোট উৎসব। লাইন ধরে ভোট কেন্দ্রের সামনে প্রার্থীর সমর্থকরা দাঁড়িয়ে রয়েছেন, হাতে প্রচারপত্র নিয়ে। কেউ একজন ভোট দিতে গেলে, তার হাতে দেওয়া হচ্ছে প্রচারপত্র। শান্তিপূর্ণভাবে চলছে সাংবাদিকদের ট্রেড ইউনিয়নের ভোট যুদ্ধ।
প্রার্থীদের প্যানেলগুলো হলো- আবু জাফর সূর্য-সাজ্জাদ আলম খান তপু, আতাউর রহমান-এম এ কুদ্দুস, কুদ্দুস আফ্রাদ-সোহেল হায়দার চৌধুরী এবং জাফর ওয়াজেদ-খায়রুজ্জামান কামাল প্যানেল।
অন্যদিকে প্যানেলের বাইরেও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদকের পদে নির্বাচন করছেন। তারা হলেন- অমিয় ঘটক পুলক, অনুপ খাস্তগির, রওশন ঝুনু, সেবীকা রানী ও গাজী জহিরুল ইসলাম।
এছাড়া সহ-সভাপতি পদে লড়াই করছেন, আল আব্বাস, কাজী মোহাসীন, খন্দকার মোজাম্মেল হক, বরুণ ভৌমিক নয়ন ও মঞ্জুশ্রী। যুগ্ম সম্পাদক পদে লড়াই করছেন, খায়রুল আলম, আক্তার হোসেন, মোহাম্মদ শাহজাহান মিয়া ও শামীমা আক্তার। নির্বাহী সদস্য ৯ পদের বিপরীতে প্রার্থী লড়াই করছেন ৩৪ জন।
x

Check Also

ডিজি

স্বাস্থ্যে অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন ডা. খুরশীদ আলম

এমএনএ বিশেষ রিপোর্টঃ স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি ...