এমএনএ রাজনীতি ডেস্কঃ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মাদ ফয়সাল আহমাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে (মতিঝিল, পল্টন, শাহবাগ, রমনা) প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের আমির মাওলানা মামুনুল হক তাকে উক্ত আসন থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
প্রাথমিকভাবে লক্ষ্মীপুর জেলার নিজ এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাওলানা মোহাম্মাদ ফয়সাল আহমাদের নাম ঘোষিত হলেও, ঢাকা-৮ আসনের গুরুত্ব বিবেচনায় দলের এই নিবেদিত ও গ্রহণযোগ্য নেতাকে এই আসনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করেন দলের আমির মাওলানা মামুনুল হক।
কর্মময় এই তরুণ রাজনীতিবিদ ঢাকা-৮ আসনকে নিয়ে কিছু পরিকল্পনা সাজিয়েছেন, যা তিনি তার নির্বাচনী এলাকার জনগণের মাঝে প্রচার করছেন। তিনি জানিয়েছেন, এসব পরিকল্পনা নিয়ে তিনি নির্বাচনী এলাকার মানুষের ঘরে ঘরে যাবেন। তাদের কাছে দাওয়াত পৌঁছে দেবেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছেঃ
জলাবদ্ধতা দূরীকরণ: বর্ষাকালে পানিবন্দি জীবন থেকে মুক্তি পেতে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও সঠিক রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা ।
যানজট নিরসন: সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। বিকল্প সড়ক ও পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা।
নাগরিক অধিকার ফিরিয়ে আনা: নিরাপদ পানি, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা। সকল নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা।
মৌলিক চাহিদা পূরণ: কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা।
এছাড়া সন্ত্রাস-ছিনতাই-চাঁদাবাজি-মাদক-ইভটিজিং রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। নির্বাচিত হলে প্রশাসনকে নির্দলীয়, নিরপেক্ষ ও হয়রানিমুক্ত করে সেবকের ভূমিকা পালন করার যাবতীয় পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রেও বিশেষ সহযোগিতা প্রদান করা হবে। পরিষ্কার, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত ও সবুজায়নের জন্যও তিনি বিশেষ প্রকল্প গ্রহণ করবেন।
মাওলানা মোহাম্মাদ ফয়সাল আহমাদ বলেন, আমার আসনের জনগণের জন্য আমার নির্বাচনী ওয়াদাগুলো উচ্চাভিলাষী নয়, বরং যেকোনো নির্বাচিত জনপ্রতিনিধির জন্য অবশ্য করণীয়ের মধ্যেই পরে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, রাজধানী ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা হওয়ার পরেও, বছরের পর বছর ধরে এই এলাকার জনগণ এই সাধারণ অধিকারগুলো থেকেই বঞ্চিত। তাই, আমি আগামী নির্বাচনে নির্বাচিত হলে পাঁচ বছর এই সাধারণ বিষয়গুলো নিয়েই কাজ করতে চাই ইনশাল্লাহ। পরবর্তীতে আমার কর্ম, নিষ্ঠা, সততা ও জনগণের উন্নয়নের প্রতি একাগ্রতা বিবেচনায় আমার আসনের ভোটাররা যদি ভবিষ্যতেও আমার উপরে ভরসা রাখে, তবে উচ্চাভিলাষী অনেক পরিকল্পনা নিয়েও কাজ করবো ইনশাল্লাহ।
মাওলানা মোহাম্মদ ফয়সাল আহমাদ দেশের প্রবীণ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও কওমি মাদরাসা বোর্ড বেফাকের সন্মানিত উপদেষ্টা। তিনি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মোহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আবুল কালামের বড় ছেলে। তরুণ এই আলেম সমাজ সেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং হেফাজতে ইসলাম বাংলাদেশসহ কয়েকটি অরাজনৈতিক সংগঠক ও অনেক সেবামূলক সংগঠনের সাথে জড়িত।
তিনি ১৯৮৪ সালে হজরত হাফেজ্জী হুজুর রহমতুল্লাহি আলাইহির হাতে মাদরাসায়ে নুরিয়ার মক্তবে ভর্তি হন এবং ১৯৯৬ সালে দাওরায়ে হাদিস পাস করেন। পরবর্তী সময়ে তিনি আলিয়া মাদরাসা থেকে দাখিল আলিম ফাজিল কামিল পাস করেন। তিনি সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি কয়েকটি মাদরাসায় শিক্ষকতার সাথে জড়িত। এছাড়াও তিনি মোহাম্মদী গ্রুপের মোহাম্মদী হোমসের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সমসাময়িক বিষয়ের উপরে নিয়মিত লিখছেন এবং মোহাম্মদী নিউজ এজেন্সির যুগ্ম-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।