Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / প্রযুক্তি তথ্য / তথ্য সুরক্ষায় নতুন প্রাইভেসি নীতিমালা ফেসবুকে

তথ্য সুরক্ষায় নতুন প্রাইভেসি নীতিমালা ফেসবুকে

এমএনএ সাইটেক ডেস্ক : পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য কেলেঙ্কারির কথা ফাঁস হওয়ার পর এবার তথ্য সুরক্ষায় নতুন প্রাইভেসি নীতিমালা এবং ডেটা ব্যবস্থপনা এবং সেটিংসে বিশেষ পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। খবর রয়টার্সের।
আজ বুধবার এ ঘোষণা দিয়ে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য আরও ভালোভাবে সুরক্ষিত করতে সেটিংস মেন্যুতে পরিবর্তন আনা হচ্ছে।
ফেসবুকের প্রধান প্রাইভেসি কর্মকর্তা এরিন ইগান বলেন, প্রাইভেসি সেটিংস ও গুরত্বপূর্ণ লিংক খুঁজে পেতে ব্যবহারকারীদের অনেক সমস্যায় পড়তে হয়। তারা যাতে সহজেই এসব বিষয় খুঁজে পান তা বিবেচনা করেই নতুনভাবে সব সাজানো হচ্ছে।
ফেসবুক বলছে, মোবাইল ডিভাইসে সেটিংস মেন্যুটি নতুনভাবে তৈরি করা হয়েছে। এছাড়া নতুন একটি শর্টকার্ট মেন্যু তৈরি করা হয়েছে যেখান থেকে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। শেয়ারকৃত পোস্ট ও ছবি ডিলিট করতে পারবেন এখান থেকে। এছাড়া তথ্য ডাউনলোড করে নেওয়ার সুবিধা বা অন্য কোনো মাধ্যমে সরিয়ে নিতে পারবেন।
ব্যবহারকারীর তথ্য সংগ্রহের জন্য কেমব্রিজ অ্যানালিটিকা নামের একটি প্রতিষ্ঠানকে অ্যাপ ব্যবহারের অনুমতি দিয়েছিল ফেসবুক। ওই অ্যাপের মাধ্যমে প্রায় পাঁচ কোটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহের পরে তা বিশ্লেষণ করে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ব্যবহার করা হয়। এ কাজের সঙ্গে জড়িত এক অধ্যাপক সম্প্রতি মুখ খোলায় তা গণমাধ্যমে আসে। গোপনে এসব তথ্য হাতিয়ে নিয়ে তা ব্যবহার করে প্রতিষ্ঠানটি মার্কিন নির্বাচন নীতি ভঙ্গ করেছে বলে অভিযোগ উঠেছে।
পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য কেমব্রিজ অ্যানালিটিকার কাছে চলে যাওয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন মার্ক জাকারবার্গ। কিন্তু তারপরও সমালোচনা থামেনি। টুইটারে ফেসবুকের বিরুদ্ধে চলছে ‘ডিলিট ফেসবুক’ ক্যাম্পেইন।
x

Check Also

আট ডিজিটে পরিনত হচ্ছে ঢাকার ৫২২২টি টেলিফোন নম্বর

এমএনএ সাইটেক ডেস্ক : কারিগরি কারণে ঢাকা মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের পাঁচ হাজার ২২২টি টেলিফোন নম্বর ...