Don't Miss
Home / রাজনীতি / তারেক রহমান চাইলে একদিনেই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমান

তারেক রহমান চাইলে একদিনেই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব: পররাষ্ট্র উপদেষ্টা

এমএনএ রাজনীতি ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব। রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট ছাড়া বিদেশে যারা অবস্থান করেন, তারা দেশে ফিরতে চাইলে সরকার একদিনের ব্যবধানে তার ট্রাভেল পাস ইস্যু করে থাকে। তারেক রহমান চাইলে সেই সুযোগ আছে। তিনি চাইলে একদিনের ব্যবধানে ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে।

ব্রিফিংয়ে তৌহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে দল (বিএনপি) থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার সব ধরনের সহায়তা করছে।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বিএনপি নেতারা জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বর্তমান সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা জানান তারেক রহমান। তবে তিনি এ-ও জানান, দেশে ফেরার ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত।

তারেক রহমান বলেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতোই আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।

এর পরপরই ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ নেই।

x

Check Also

স্মৃতি মান্ধানা

বিয়ে ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ক্রিকেটার স্মৃতি মান্ধানা

এমএনএ খেলাধুলা ডেস্কঃ পলাশ মুছলের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতের ...