Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / আফ্রিকা / নাইজারে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯

নাইজারে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৯জনে দাঁড়িয়েছে । চারটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রবিবার এ তথ্য নিশ্চিত করেছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হামলায় নিহত ৮৯ জনকে গতকাল শনিবার নাইজারের রাজধানী নিয়ামেতে দাফন করা হয়।

গত বৃহস্পতিবার মালি সীমান্তের কাছে চিনাগোদরার এলাকার সেনাবাহিনীর একটি টহল চৌকিতে এ হামলা হয়। তবে ওই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটঘনিষ্ঠ (আইএস) জঙ্গিরাই এই হামলা চালিয়েছে।

গত মাসেও চিনাগোদরারের পশ্চিমে অন্য একটি টহল চৌকিতে জঙ্গি হামলায় ৭১ সেনা নিহত হয়েছিল। সন্দেহভাজন জঙ্গিরা ঐদিন মোটর সাইকেল ও অন্যান্য যানবাহনে চেপে টহল চৌকির দিকে অগ্রসর হতে থাকলে সেনা ও বিমানবাহিনী প্রতিরোধ গড়ে তোলে।

x

Check Also

২৬ মার্চ

আজ ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। ...