Don't Miss
Home / খেলাধূলা / ফুটবল / নেইমারকে পেতে ৩০০ মিলিয়ন ইউরো গুনতে প্রস্তুত রিয়াল!

নেইমারকে পেতে ৩০০ মিলিয়ন ইউরো গুনতে প্রস্তুত রিয়াল!

এমএনএ স্পোর্টস ডেস্ক : অতীতে বহু দেনদরবার করেও নেইমারকে ডেরায় ভেড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবু পিছপা হয়নি স্প্যানিশ জায়ান্টরা। তাকে পেতে এখনও জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। দরকারে ৩০০ মিলিয়ন ইউরো গুনতেও প্রস্তুত লস ব্লাঙ্কোরা।

গেল ১০ জুলাই রিয়ালের সঙ্গে ৯ বছরের সম্পর্ক চুকিয়ে জুভেন্টাসে ভেড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে তার জায়গাটা কেউ পূরণ করতে পারছেন না। সেটা ভালোভাবে ফুটে উঠেছে উয়েফা সুপার কাপে। নাকানিচুবানি খেয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৪-২ গোলে শিরোপা খুইয়েছে গ্যালাকটিকোর।

এরপর যেন ‘মাথানষ্ট’ রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের। যেকোনো মূল্যে রোনাল্ডোর শূন্যতা পূরণে মরিয়া তিনি। আর সেই জায়গায় তার প্রথম পছন্দ নেইমার। ব্রাজিল যুবরাজকে পেতে ক্লাবের অর্থের থলের একাংশ খসিয়ে দিতে প্রস্তুত প্রেসিডেন্ট।

রোনালদোর রেখে যাওয়া শূন্যস্থান পূরণের লক্ষ্যে নেইমারকে দলে পেতে রিয়াল এতোটাই মরিয়া যে রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরো (প্রায় ২৯০০ কোটি টাকা) পর্যন্ত খরচ করতে রাজি ক্লাবটি, এমনটাই জানাচ্ছে স্পেনের সংবাদমাধ্যমগুলো।

গত মৌসুমেই রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরো (প্রায় ২১৪০ কোটি টাকা) ট্রান্সফার ফি’তে লা লিগার আরেক ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই’তে (পিএসজি) নাম লিখিয়েছিলেন নেইমার। সেই রেকর্ড ভেঙে দিয়ে নেইমারকে কিনতে নতুন রেকর্ড গড়তেও কোন সংশয় নেই রিয়ালের।

তবে নেইমারের বর্তমান ক্লাব পিএসজি পাহাড়সম ট্রান্সফার ফি’তে তাকে দলে নিয়ে মাত্র এক মৌসুম পরেই আবার ছেড়ে দিতে রাজি হবে কিনা সেটিই বড় প্রশ্ন। কিন্তু রিয়াল প্রেসিডেন্ট পেরেজ একবার যে বিষয়ে শক্তভাবে মন দেন সেটি যে তিনি পেয়েই ছাড়েন তার প্রমাণ মিলেছে অনেকবার। সেই ধারায় নেইমারকে বিশ্ব রেকর্ড গড়ে রিয়ালে নিয়ে এলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

x

Check Also

২৬ মার্চ

আজ ২৬ মার্চ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এমএনএ ফিচার ডেস্কঃ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালির ইতিহাসে গৌরবময় একদিন। ...