Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / এশিয়া / ফিলিপাইনে ঝড়, বন্যা ও ভূমিধসে নিহত ১৮২

ফিলিপাইনে ঝড়, বন্যা ও ভূমিধসে নিহত ১৮২

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় তীব্র ঝড়ের পর ভূমিধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮২ জনে দাঁড়িয়েছে।
আজ রবিবার দেশটির কর্মকর্তা ও সাহায্য সংস্থাগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিঘণ্টায় ৮০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে শনিবার ক্রান্তীয় ঝড় টেম্বিন দক্ষিণের মিন্দানাও দ্বীপ অতিক্রম করে পালাওয়ান দ্বীপে পৌঁছায়; ঝড়টি পরে আরও পশ্চিমের দিকে অগ্রসর হয় বলে বিবিসি জানিয়েছে।
ঝড়ের আগে লানাও দেল নোর্তে ও লানাও দেল সুর প্রদেশে জারি করা জরুরি অবস্থার মধ্যেই শুক্রবার মিন্দানাওয়ের একাংশে টেম্বিন আঘাত হানে। এরপরই অনেক এলাকায় বন্যা ও ভূমিধস দেখা দেয়।
ঝড়ে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় টুবোড ও পিয়াগাপো শহরের, এসব এলাকার বেশিরভাগ বাড়িই পাথরের নিচে চাপা পড়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় একটি ওয়েবসাইটে লানাও দেল নোর্তে প্রদেশে ১২৭ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে; জামবোয়াঙ্গা উপত্যাকায় প্রায় ৫০ জন এবং লানাও দেল সুরে অন্তত ১৮ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে তারা।
টু্বোড পুলিশের কর্মকর্তা গেরি পারামি অন্য একটি সংবাদমাধ্যমকে তার শহরে অন্তত ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন; শহরটি লানাও দেল নোর্তের মধ্যেই অবস্থিত।
ঝড়ের পর হওয়া আকস্মিক বন্যায় দুর্গম দালামা গ্রাম ভেসে গেছে বলেও জানান তিনি।
ফিলিপাইনের আঞ্চলিক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ের পর ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত অন্তত ১৮২ জনের মৃত্যুর বিষয়ে তারা নিশ্চিত হয়েছে।
এছাড়া এসব প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১৫৩ জন নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ।
তারা বলছে, ভূমিধসে মাটি চাপা পড়ে এবং বন্যার পানির তোড়ে ভেসে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে ৪০ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।
ঝড়ের পর জীবিতদের খুঁজে বের করা, আবর্জনা পরিষ্কার করা ও যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য জরুরি বিভাগের কর্মী, সৈন্য, পুলিশ ও স্বেচ্ছাসেবীদের নিয়োগ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বৈদ্যুতিক ও টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে।
প্রতি বছর ফিলিপাইনে প্রায় ২০টি ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে ব্যাপক ধ্বংস ও মৃত্যুর ঘটনা ঘটে। দরিদ্র লোকজনই এসব প্রাকৃতিক দুর্যোগের শিকার বেশি হন।
গত সপ্তাহে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানা অপর এক ঘূর্ণিঝড়ে ৪৬ জন নিহত হয়েছিলেন।
উল্লেখ্য, ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি শক্তিশালী ঝড় আঘাত হানলেও মিন্দানাওয়ে এ ধরনের ঝড় আঘাত হানার ঘটনা বিরল।
x

Check Also

মিয়ানমারে সামারিক জান্তার হত্যাযজ্ঞ বেড়েই চলেছে

এমএনএ আন্তর্জাতিক : মিয়ানমারে সামারিক জান্তার হত্যাযজ্ঞ বেড়েই চলেছে।  মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে অব্যাহত বিক্ষোভে ...