Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / ইউরোপ / ফ্রান্সে সেনা সদস্যদের ওপর হামলা, আহত ৬

ফ্রান্সে সেনা সদস্যদের ওপর হামলা, আহত ৬

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশে একদল সেনা সদস্যের ওপর দ্রুত গতিতে একটি বিএমডব্লিউ গাড়ি আঘাত করে পালিয়ে গেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।

আহত সৈন্যদের মধ্যে দুজনের আঘাত গুরুতর ও অপর চারজন সামান্য আঘাত পেয়েছে বলে জানিয়েছেন প্যারিসের পুলিশ। খবর বিবিসি ও দ্যা ইন্ডিপেনডেন্টের।

এক টুইটে প্যারিসের পুলিশ বিভাগ জানিয়েছে, “পুলিশ অভিযান শুরু করেছে। গাড়িটির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”

লিভালুয়া-পেলহে শহরের মেয়র পেট্রিক বালকানে গণমাধ্যমকে জানান, সেনাদের লক্ষ্য করে যে গাড়িটি হামলা হয়েছে তা নি:সন্দেহে সন্ত্রসী হামলা। পুলিশ ওই গাড়িটির সন্ধানে অভিযান চালাচ্ছে।

ঘটনাটি এতো দ্রুত ঘটেছে যে পুলিশ হামলাকারী গাড়িটি থামাতে গিয়ে ব্যর্থ হয়েছে। আহত সেনা সদস্যদের তাৎক্ষনিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেশ কয়েকটি ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্সজুড়ে জরুরি অবস্থা জারি আছে এবং সৈন্যরা রাজধানী প্যারিসে নিয়মিত টহল দিয়ে থাকেন।

x

Check Also

নাকের স্প্রে ‘নিউমিফিল’ ঠেকাবে করোনা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : নাকে স্প্রে ব্যবহার করলেই হবে না করোনা; এমন ওষুধ ল্যাব পরীক্ষায় ...