Don't Miss
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / বন্ধ হচ্ছে ফেসবুকের ফেস রিকগনিশন সিস্টেম
ফেস রিকগনিশন

বন্ধ হচ্ছে ফেসবুকের ফেস রিকগনিশন সিস্টেম

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জানিয়েছে, তাদের ফেস রিকগনিশন সিস্টেম বা চেহারা শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হবে। এটি বন্ধ হলে ১ বিলিয়নেরও বেশি মানুষের মুখের তথ্য মুছে ফেলা হবে।মঙ্গলবার ফেসবুকের নতুন মূল কোম্পানি, মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টির একটি ব্লগ পোস্টে বলা হয়েছে যে এই পরিবর্তনটি প্রযুক্তির ইতিহাসে মুখের শনাক্তকরণ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি।

ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের এক তৃতীয়াংশেরও বেশি ফেস রিকগনিশন সেটিং ব্যাবহার করেছেন এবং স্বীকৃতি পেয়েছেন। এই পদ্ধতি বন্ধ হয়ে যাওয়ার ফলে এক বিলিয়নেরও বেশি মানুষের স্বতন্ত্র মুখের শনাক্তকরণ টেমপ্লেট মুছে ফেলা হবে।

বিশেষ করে যেহেতু নিয়ন্ত্রকদের এখনও স্পষ্ট নিয়ম প্রদান করা হয়নি তাই ক্রমবর্ধমান সামাজিক উদ্বেগের বিরুদ্ধে, ফেসবুক প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ক্ষেত্র তৈরি করতে সচেষ্ট।ফেসবুকের দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের এক-তৃতীয়াংশেরও বেশি সামাজিক নেটওয়ার্কের সিস্টেম দ্বারা তাদের মুখ চেনার পদ্ধতিকে বেছে নিয়েছে। এই এক-তৃতীয়াংশ মানে প্রায় ৬৪০ মিলিয়ন মানুষ।
x

Check Also

অনুপ্রবেশ

বাংলাদেশে ১০ মাসে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গার অনুপ্রবেশ: ইউএনএইচসিআর

এমএনএ ফিচার ডেস্কঃ গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মাত্র দশ মাসে মিয়ানমার ...