Don't Miss
Home / হোম স্লাইডার / বিপ্লবী প্রীতিলতার নামে চলচ্চিত্রের মহরত বৃহস্পতিবার

বিপ্লবী প্রীতিলতার নামে চলচ্চিত্রের মহরত বৃহস্পতিবার

এমএনএ বিনোদন ডেস্ক: ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের মহরত শুরু হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ নিয়ে এই ছবি নির্মিত হচ্ছে। খ্যাতিমান কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন প্রদীপ ঘোষ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রীতিলতার ৮৮ তম আত্মাহুতি দিবসে অনুষ্ঠিত হবে ছবিটির মহরত।

ভারতের মুক্তিসংগ্রামে প্রীতিলতা অগ্নিযুগের প্রথম নারী শহীদ। তিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়ে সফলভাবে সে দায়িত্ব পালন করেন। এদিন রাত ১২টা অতিক্রম হয়ে ঘড়ির কাঁটা ২৪ সেপ্টেম্বরে প্রবেশ করার অল্প কিছুক্ষণ পরেই আত্মাহুতি দিয়ে অমরত্ব লাভ করেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে।

বিপ্লবী এই নারীর আত্মহুতির দিনেই তার উপর নির্মিতব্য সিনেমার মহরত আয়োজন করেছেন নির্মাতা প্রদীপ ঘোষ। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানান তিনি। বৃহস্পতিবার
সকাল ১১টায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর মিলনায়তনে (৩য় তলা, নতুন ভবন, ১১২ সার্কিট হাউজ রোড, কাকরাইল, ঢাকা-১০০০) আয়োজিত হবে ছবির মহরত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৮তম আত্মাহুতি দিবস। এদিন তার উপর নির্মিতব্য চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আয়োজনে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

স্বদেশের স্বাধীনতার জন্য বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিলো সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা প্রীতিলতা’। ২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সরকারি অনুদান পায় ছবিটি। এর প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৮৮তম আত্মাহুতি দিবস। এদিন তার উপর নির্মিতব্য চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। আয়োজনে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

স্বদেশের স্বাধীনতার জন্য বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের বিপ্লবীদের যে বিস্ময়কর ও সাহসিকতাপূর্ণ অভ্যুত্থান ঘটেছিলো সেই ইতিহাসকে ধারণ করে নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা প্রীতিলতা’। ২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে সরকারি অনুদান পায় ছবিটি। এর প্রযোজনা ও পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।

x

Check Also

সালমান খান

সালমানের বাড়ির সামনে গুলির দায় স্বীকার করল বিষ্ণোই গ্যাং

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে রবিবার ভোর ৫টা নাগাদ চার রাউন্ড ...