Don't Miss
Home / জাতীয় / বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান
এভারকেয়ার

বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা করে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার কিছুক্ষণ আগে হাসপাতালে পৌঁছান তিনি।

হাসপাতালে পৌঁছানোর পর ডা. জুবাইদা রহমান এখন মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাঁর চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। গুরুতর অসুস্থ খালেদা জিয়া বর্তমানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এ নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রবিবার) ফ্লাই করবেন।’

x

Check Also

স্মৃতি মান্ধানা

বিয়ে ভাঙার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন ক্রিকেটার স্মৃতি মান্ধানা

এমএনএ খেলাধুলা ডেস্কঃ পলাশ মুছলের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতের ...