Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / বিশ্বের ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে: ডব্লিউএইচও
ডব্লিউএইচও

বিশ্বের ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে: ডব্লিউএইচও

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে প্রতি ১০ জনে একজন মানুষ করোনায় আক্রান্ত বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (৫ অক্টোবর) সংস্থার হেলথ ইমারজেন্সি প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ার্ন বলেছেন, এখন পর্যন্ত যে হিসাব তাদের কাছে আছে, তার ভিত্তিতে এমন ধারণা করা হচ্ছে। যদি এ ধারণা সত্যি হয়ে থাকে, তবে প্রকাশিত হওয়া করোনা সংক্রমিতের সংখ্যার চেয়ে এটি ২০ গুনেরও বেশি৷ সামনে আরও কঠিন সময় আসছে বলেও সতর্ক করেছে ডব্লিউএইচও। মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-১৯ সংক্রান্ত ৩৪ সদস্যের নির্বাহী কমিটির একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। সংস্থার হেলথ ইমারজেন্সি প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ার্ন বলেন, বিশ্বের জনসংখ্যা ৭৬০ কোটি ধরলে এর মধ্যে প্রায় ৭৬ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন৷ অথচ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন কোটির কিছু বেশি। রায়ানের মতে গ্রাম ও শহর ভেদে এ সংখ্যা ভিন্ন হতে পারে। তবে বিশ্বের জনসংখ্যার একটা বড় অংশ ঝুঁকিতে আছে।

রায়ান সতর্ক করে বলেন, ‘বিশ্ব এক কঠিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছে, রোগের বিস্তার অব্যাহত আছে। বিশ্বের বিভিন্ন জায়গায় সংক্রমণ বেড়ে চলেছে।’

আন্তর্জাতিক সিম্প্রদায় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিভাবে করোনা মোকাবিলা করছে তার ম্যল্যায়ন করতে মে মাসে একটি প্রস্তাব পাস করেছিল ডব্লিউএইচও-এর নির্বাহী বোর্ড। সোমবার তারই ফলো আপ হিসেবে ওই অধিবেশনের আয়োজন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও সেখানে উপস্থিত ছিলেন।

x

Check Also

সালমান খান

সালমানের বাড়ির সামনে গুলির দায় স্বীকার করল বিষ্ণোই গ্যাং

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে রবিবার ভোর ৫টা নাগাদ চার রাউন্ড ...