Don't Miss
Home / হেলপ লাইন / পরিবহন / বাস সার্ভিস / আন্ত:জেলা বাস / বৃহস্পতিবার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি

বৃহস্পতিবার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি

এমএনএ রিপোর্ট : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আগামীকাল ০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে অগ্রিম বাস টিকেট ছাড়ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন-বিআরটিসি। সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা মহানগরীর মতিঝিল, জোয়ার সাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফুলবাড়িয়ার সিবিএস-২ BRTC-BUSএবং মিরপুর দ্বিতল বাস ডিপো থেকে বিভিন্ন রুটের অগ্রিম টিকেট সংগ্রহ করা যাবে।

এবারের ঈদযাত্রায় ঢাকা থেকে বিভিন্ন জেলায় চলাচলের জন্য বিআরটিসি’র স্পেশাল সার্ভিসে থাকছে ৪৫০টি বাস। এছাড়া ঢাকার বাইরের জেলাগুলো থেকে আগামী ০৮ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বিআরটিসি’র ৫শটি বাস ঈদ স্পেশাল সার্ভিস হিসেবে চলাচল করবে।

পাশাপাশি যাত্রী সাধারণের চলাচলের সুবিধার্থে ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপোতে ৫০টি এবং চন্দ্রা, নবীনগর, সাভার ও ইপিজেড-এ ৩০টি বিআরটিসি’র বাস যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমান (স্ট্যান্ডবাই) থাকবে।

ট্যাগ : বিআরটিসি,  স্পেশাল সার্ভিস, বাস, মতিঝিল, জোয়ার সাহারা, কল্যানপুর, গাবতলী, অগ্রিম টিকিট
x

Check Also

শের-ই-বাংলা

বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ

এমএনএ ফিচার ডেস্কঃ বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ। শেরে ...