এমএনএ জাতীয় ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আজ বুধবার (৩রা ডিসেম্বর, ২০২৫ ইং) বিকালে মোহাম্মদী নিউজ এজেন্সি (এমএনএ)-র কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মোনাজাত ও দোয়া আয়োজন করা হয়।
দোয়ায় অংশ নেন মোহাম্মদী নিউজ এজেন্সি (এমএনএ)-র প্রধান সম্পাদক মীর মোশাররেফ হোসেন পাকবীর, সম্পাদক কৌশিক আহমেদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফয়সাল, প্রধান আইটি কর্মকর্তা মোঃ লাবিদুর রহমান, প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, প্রধান কন্টেন্ট কর্মকর্তা এজিএম রাশেদ, সাব-এডিটর মতিউর রাশাদিন, সাব-এডিটর, জাহির হোসেন, সাব-এডিটর একরামুল হক, ফটোগ্রাফার মোঃ রাকিব হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফয়সাল।
দোয়ার পূর্বে প্রতিষ্ঠানের প্রধান সম্পাদক মীর মোশাররেফ হোসেন পাকবীর বলেন, বাংলাদেশ প্রগতিশীল ও গণত্রান্ত্রিক একটি রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে জায়গা করে নেয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এই সময়ে সবচেয়ে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারতেন যেই ব্যাক্তিটি তিনি হচ্ছেন বাংলাদেশের আপোষহীন নেত্রী, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি (বিএনপি)-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১৭ বছরের নির্যাতন-নিপীড়ন সহ্য করে তিনি আজও দেশের কোটি কোটি মানুষের অভিভাবক হয়ে আমাদের মাঝে আছেন। আজকে বাংলাদেশের, আমাদের সকলের তাঁকে অনেক প্রয়োজন। কিন্তু তিনি আজ গুরুতর অসুস্থ, চিকিৎসাধীন আছেন। উনার অসুস্থতার সাথে সাথে আজ পুরো জাতিও এক অনিশ্চয়তাময় সময় অতিবাহিত করছে। মহান আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি যেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে দ্রুত সুস্থ করে ফিরিয়ে দেন যাতে করে উনার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং দেশপ্রেম এই দেশকে ও দেশের মানুষকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারে।
উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়া এক সপ্তাহ আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হন ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সিসিইউতে তার চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। কিন্তু তাঁর পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় তাঁকে দেশের বাইরে নেয়ার আলোচনাও চলছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

