Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / ভারত / ভারতের লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোট আজ

ভারতের লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোট আজ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ করা হচ্ছে; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ পর্বের সবেচেয়ে উল্লেখযোগ্য প্রার্থী।

আজ রবিবারের এ পর্বে সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৯ আসনে ভোট হচ্ছে।

স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, অধিকাংশ আসনেই সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তবে পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন ঝাড়খন্ড, বিহার ও উত্তর প্রদেশের কয়েকটি কেন্দ্রে বিকাল ৪টার মধ্যে ভোট শেষ করার সময়সীমা বেঁধে দিয়েছে।

এ পর্বে উত্তর প্রদেশ ও পাঞ্জাবের ১৩টি করে আসনে, পশ্চিমবঙ্গের নয়টি, আটটি করে বিহার ও মধ্য প্রদেশের, হিমাচল প্রদেশের ৪টি, ঝাড়খন্ডের ৩টি এবং কেন্দ্রশাসিত চন্ডিগড়ের একটি আসনে ভোট হচ্ছে।

এই পর্বের ভোটের মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের সাত পর্বের ভোট গ্রহণ সম্পন্ন হবে।

এ পর্বের সবেচেয়ে উল্লেখযোগ্য প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারাণসী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখযোগ্য অন্যান্য প্রাথীদের মধ্যে বিহারের পটনা সাহিবে শত্রুঘ্ন সিনহা, সাসারামে মীরা কুমার, হিমাচল প্রদেশের হামিরপুরে অনুরাগ ঠাকুর, পঞ্জাবের গুরুদাসপুরে সানি দেওল, চন্ডিগড়ে কিরন খের, ঝাড়খন্ডের ধুমকায় শিবু সরেন, পশ্চিমবঙ্গের বসিরহাট আসনে চলচ্চিত্র তারকা নুসরাত জাহান, যাদবপুর আসনে মিমি চক্রবর্তী, বারাসাতে কাকলি ঘোষ দস্তিদার, ডায়মন্ড হারবারে অভি্ষেক বন্দোপাধ্যায় আছেন।

শেষ পর্বে মোট ভোটার ১০ কোটি ১ লক্ষ ৭৫ হাজার ১৫৩। ভোট গ্রহণের জন্য ১ লক্ষ ১২ হাজার ৯৯৩ টি ভোটকেন্দ্র স্থাপন করেছে নির্বাচন কমিশন। এ পর্বে মোট প্রার্থীর সংখ্যা ৯১৮ জন।

নির্বাচনী প্রচারণার শেষ দিকে পশ্চিমবঙ্গের কলকাতায় ব্যাপক গোলোযোগের কারণে নির্বাচন কমিশন এখানের ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে।

সকালে কলকাতার রয়েড এর জয়েস গার্লস স্কুল কেন্দ্র গিয়ে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারররা ভোট দিচ্ছেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো দলের সমর্থক ও কর্মীদের ভোটকেন্দ্রের কাছাকাছি দেখা যায়নি।

কেন্দ্র থেকে ৩০০ গজ দূরে টেবিল সাজিয়ে কয়েকজন নির্বাচন কর্মী বসে আছেন। ভোটার এলে শুধু স্লিপটা দিয়ে দিচ্ছেন।

১১ এপ্রিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬ দফায় লোকসভার ৪৮৪ আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

২৩ মে সব ভোট গণনা করে ওইদিনই ফল প্রকাশের কথা রয়েছে।

x

Check Also

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতির পিতাকে হত্যার পর সমস্ত অর্জন নষ্ট করে দেয়া হয়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এমএনএ জাতীয় ডেস্কঃ জাতির পিতাকে হত্যা করার পরে এদেশে সমস্ত অর্জনগুলো একে একে নষ্ট করে ...