Don't Miss
Home / খেলাধূলা / ফুটবল / মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এমএনএ স্পোর্টস ডেস্ক : বঙ্গমাতা গোল্ডকাপ অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ মঙ্গোলিয়া বাংলাদেশের জন্য অপরিচিতই ছিলো। এই দলটির সঙ্গে এর আগে কখনোই মুখোমুখি হয়নি বাংলাদেশের মেয়েরা। তাই দলটির বিপক্ষে গোলের দেখা পেতে কিছুটা সময় লেগেছে।

অবশ্য শুরু থেকেই মঙ্গোলিয়াকে কোণঠাসা করে রেখেছিলো বাংলাদেশ। দুই নির্ভরযোগ্য ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না ও কৃষ্ণা রানী সরকারের অভাব বুঝতে দেননি মনিকা চাকমা, মার্জিয়া ও তহুরা খাতুন। এই তিনজনের গোলেই বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে লাওসের। আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে নামবে দুই দল। গতকাল সোমবার কিরগিজস্তানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে লাওস।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে একটি করে গোলে করেন মনিকা চাকমা, মার্জিয়া ও তহুরা খাতুন।

শুরু থেকেই মঙ্গোলিয়াকে চাপে রাখে ‘বি’ গ্রুপের সেরা হয়ে সেমি-ফাইনালে উঠে আসা বাংলাদেশ। তৃতীয় মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে তালগোল পাকিয়ে শট নিতে পারেননি সাজেদা খাতুন। একটু পর এই ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টা ফেরান গোলরক্ষক।

ষোড়শ মিনিটে মিডফিল্ডার সানজিদা আক্তারের শট পোস্টে লেগে ফিরে। চার মিনিট পর ছোট ডি-বক্সের ওপর থেকে আঁখি খাতুনের শট এক ডিফেন্ডারের গায়ে লেগে বেরিয়ে যায়।

এভাবে শুরুতে অনেক গোলের সুযোগ নষ্ট করে বাংলাদেশ গোলের দেখা পায় প্রথমার্ধের ইনজুরির সময়ে। মনিকা চাকমা বাঁ পায়ের চমৎকার ভলিতে মঙ্গোলিয়ার জালে পাঠান বল। বাংলাদেশ শিবিরে স্বস্তি আসে।

সাজেদার বদলে তহুরা খাতুনকে নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে বাংলাদেশ। ৫২তম মিনিটে ডি-বক্সে বল নিয়ে ঢুকে শট নিতে পারেননি তহুরা; পাশে থাকা মার্জিয়া শট নিলেও বল দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। সাত মিনিট পর মারিয়া মান্ডার শট কোনো মতে কর্নারের বিনিময়ে ফেরার গোলরক্ষক।

ম্যাচে ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। মনিকা চাকমার বাড়ানো বল ধরে মার্জিয়া বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে নিখুঁত প্লেসিং শটে গোল করেন।

৮৫ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোল করেন বদলি স্ট্রাইকার তহুরা খাতুন। মনিকার পাস থেকে বল পেয়ে তহুরার শট মঙ্গোলিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের।

x

Check Also

শের-ই-বাংলা

বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ

এমএনএ ফিচার ডেস্কঃ বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ। শেরে ...