Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলো কম্বোডিয়া ও থাইল্যান্ড
থাইল্যান্ড

মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলো কম্বোডিয়া ও থাইল্যান্ড

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ শান্তি আলোচনার পর কম্বোডিয়া এবং থাইল্যান্ড ‘তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতিতে’ রাজি হয়েছে। সোমবার (২৮ জুলাই) মালয়েশিয়ায় যুদ্ধবিরতি আলোচনায় বসেন দুই দেশের নেতারা।

মালয়েশিয়ার নেতা আনোয়ার ইব্রাহিম বলেছেন, স্থানীয় সময় মধ্যরাত থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি আরও বলেন, ‘এটি উত্তেজনা হ্রাস এবং শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের সাথে তাদের নিজ নিজ বাণিজ্য আলোচনার পূর্বশর্ত হিসেবে উভয় দেশকে যুদ্ধবিরতিতে সম্মত হতে বলার পর এই আলোচনা অনুষ্ঠিত হয়।

থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আঞ্চলিক ব্লক আসিয়ানের সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবনে নেতারা আলোচনায় বসেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আয়োজনে দুই যুদ্ধরত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশের মধ্যে আলোচনার লক্ষ্য হলো থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘাতের নিরসন। গত পাঁচদিনের সংঘাতে উভয় দিক থেকে কমপক্ষে ৩৫ জন নিহত এবং ২,৭০,০০০ এরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন।

রয়টার্স সংবাদ সংস্থার এক প্রতিবেদনে জানা গেছে, বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।

x

Check Also

গ্রেটা থুনবার্গ

আমাদের বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: গ্রেটা থুনবার্গ

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ বলেছেন, আমাদের বিশ্ব ব্যবস্থা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা ...