Don't Miss
Home / আজকের সংবাদ / আন্তর্জাতিক / ভারত / মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৬, আটকা ৩০

মুম্বাইয়ে ভবন ধসে নিহত ৬, আটকা ৩০

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি তিনতলা ভবন ধসে পড়ে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়েছেন আরো প্রায় ৩০ জন।

আজ বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের ভেনডি বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায় এনডিটিভি।

পুলিশ জানায়, ভবন ধসের পর চারজনকে উদ্ধার করা হয়েছে। এখনো ধ্বংসস্তূপে আটকে আছেন ৩০ জনের বেশি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

কর্মকর্তারা জানান, ধসের পর ঘটনাস্থলেই মারা যান পাঁচজন। একজন মারা যান নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে। উদ্ধার বকি চারজনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবরে বলা হয়, ব্যস্ত বাজারের কাছে মওলানা শাখাওয়াত আলী রোডের ওই ভবটি পুরাতন ছিল। সেখানে দুই ডজনের বেশি মানুষ বসবাস করতেন।

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) একটি দল ঘটনাস্থলে গিয়ে ১০টি ফায়ার ইঞ্জিন দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

স্থানীয় পৌরসভার এক কর্মকর্তা জানান, সকাল ৮টা ৪০ মিনেটে ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে আমরা তৎক্ষণাত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করি।

কয়েক দিনের ভারীবর্ষণে ভবনটি দুর্বল হয়ে ধসে পড়েছে বলে ধরণা করছেন স্থানীয় পুলিশ। গত মাসে মুম্বাইয়ে পূর্বাঞ্চলে চারতলা একটি ভবন ধসে ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

x

Check Also

চীন ভারত সীমান্তে আবার সংঘর্ষ

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  সীমান্ত নিয়ে বিরোধের জেরে চীন এবং ভারতীয় সেনাদের মধ্যে আবারো সহিংসতার ...