Don't Miss
Home / জাতীয় / রাজধানী / রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন

রাজধানীর পুরানা পল্টনে জামান টাওয়ারে আগুন

এমএনএ রিপোর্ট : রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে আগুন লেগেছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে ওই ভবনের ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানান, তাদের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার শাহাদাত হোসেন জানান, দুপুর ২টা ৪০ মিনিটে ভবনটির নবম তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ২টার দিকে জামান টাওয়ারের ৮ম তলা থেকে ধোয়া বের হতে দেখতে পান তারা। পরে এটি আরো ব্যাপক আকার ধারণ করে। আজ শুক্রবার হওয়ায় ওই ভবনের অফিসগুলো বন্ধ ছিল।

এদিকে একই ভবনের চতুর্থ তলায় বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অফিস। সেখানে বিকাল ৩টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিলো। কিন্তু আগুন লাগার কারণে নেতাকর্মীরা বাইরে বের হয়ে গেছেন।

এ ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্টের গণমাধ্যম সমন্বয়ক লতিফুল বারী হামিম বলেন, ঐক্যফ্রন্টের কার্যালয়ে আগুন লাগেনি। তবে আমরা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হতে পারি।

এছাড়া জামান টাওয়ারে অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস আছে সেখানে।

আগুন লাগার পর আতঙ্কে অনেকে ভবনের ছাদে ও ওপরের ফ্লোরগুলোতে অবস্থান নিয়েছেন। আগুন দেখা না গেলেও ধুয়া আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

x

Check Also

সালমান খান

সালমানের বাড়ির সামনে গুলির দায় স্বীকার করল বিষ্ণোই গ্যাং

এমএনএ বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে রবিবার ভোর ৫টা নাগাদ চার রাউন্ড ...